নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে নোয়াখালীর তরুণ ছাত্র ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর গৃহ শিক্ষক আবদুর রহিম রনি এই মেধাবী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে কৌশলে আসামী জামিনে বেরিয়ে আসে। উক্ত আসামীর দ্রুত বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। উল্লেখ্য, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর মাইজদী শহরের লক্ষীনারায়ণপুর গ্রামের নিজ বাসায় গৃহ শিক্ষকের হাতে খুন হন স্কুলছাত্রী অদিতা। এ নিয়ে দীর্ঘদিন থেকে বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।