অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি এই তিন খাত সংস্কারে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) কারিগরি ও আর্থিক সহায়তা দেবে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্বব্যাংক ও আইএফসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক ও আইএফসিও আমাদের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের সংস্কারে কারিগরি ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে ।
তিনি বলেন, তবে এ খাতে কী পরিমাণ সহায়ত আসতে পারে তা আগামী অক্টোবর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সম্মেলনে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছিলেন, ব্যাংকিং খাত, অর্থ পাচার রোধ এবং আর্থিক খাতের সংস্কার চেয়ে আইএমএফ এবং বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি বলেছিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, তাও তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফের আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।