Oops! Something went wrong on the requesting page
ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বেগমগঞ্জ মডেল থানার এস আই কৃষ্ণ কুমার দাস ও এস আই ফিরোজ চৌমুহনী চৌরাস্তা এলাকায় হরতালের ডিউটি করছিলেন। এ সময় চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন মালাল্লাহ মিষ্টি বিতানের সামনে পাকা রাস্তার উপর ৩ জন ব্যাক্তির গতিবিধি সন্দেহজনক দেখে তাদের জিজ্ঞাসাবাদ করতে যায। পরিস্থিতি বুঝতে পেরে দুই জন পালিয়ে গেলেও ১ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক ব্যাক্তিকে জিজ্ঞাসবাদ কালে সে তার পায়ে ফুটবল খেলার এ্যাংলেট দিয়ে বিশেষ কায়দায় ইয়াবা লুকায়িত আছে স্বীকার করে। পরে আটককৃত জয়নাল আবেদীন(৪৮) কাছে থেকে বিশেষ কায়দায় লুকায়িত কালো পলিথিনের ব্যাগের ভরা ৯১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক জয়নাল কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ৩নং ওয়ার্ডের উত্তরধুরুং পাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। পরে তার স্বীকারোক্তি মতে চৌমুহনী পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আলীপুর আজগর হাজী বাড়ির মৃত নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপুকে(৩৬) গ্রেফতার করা হয়। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন