ঢাকার সাভারস্থ আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ও লেগুনার শ্রমিক এলাকাবাসীর সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ৩ শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকাল থেকে সংঘর্ষের স্থল চারাবাগ ও কুমকুমারি এলাকার দোকান-পাট খুলে দেয়া হয়েছে। তবে পরিস্থিতি রয়েছে থমথমে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের কুমকুমারি রাস্তার মোড় ও চারাবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: কামরুজ্জামান খান। ঘটনা সামাল দিতে গিয়ে আমাদের দুইজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি। এ ঘটনায় ৭ জন শিক্ষার্থী ও ৬ জন এলাকাবাসী আহতের খবর পাওয়া গেছে। তবে এখনও কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। এ ব্যপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান জানান,গতকাল সন্ধ্যায় আমাদের দুইজন শিক্ষার্থীর মোটরসাইকেলের পেছনে একটি লেগুনা ধাক্কা দেয়। পরবর্তীতে লেগুনার চালক ও সহকারীর সাথে আমাদের শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে লেগুনার শ্রমিকরা শিক্ষার্থীদের মারধর করে। পরবর্তীতে এলাকার কয়েকটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্য বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা সড়কে একত্রিত হয়। এসময় লেগুনা চালকরা এলাকাবাসীকে সাথে নিয়ে আবারও শিক্ষার্থীদের ধাওয়া করেন। পরে সংঘর্ষ হয়। আমাদের ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তিন জন এনাম মেডিকেলে ভর্তি আছে। বাকি সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।