বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্তর্জাতিক নদী রক্ষা দিবস- ২০২৩ পালিত হয়েছে। ববি বিজ্ঞান ক্লাব, টার্মাইট সোসাইটি, বেলা ও বাপারের সমন্বয়ে যৌথভাবে দিবসটি পালিত হয়।
মঙ্গলবার (১৪ই মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে র্যালি শুরু হয়ে ঢাকা- পটুয়াখালী মহাসড়ক, লাইব্রেরী ভবনের সামনে দিয়ে টিএসসির সামনে গিয়ে শেষ হয়। নদী রক্ষায় করণীয় শীর্ষক বিভিন্ন ধরনের পোস্টার ও প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম। র্যালিতে ববি বিজ্ঞান ক্লাবের সদস্য, টার্মাইট সোসাইটির সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ববি বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, বেলা’র বরিশাল সমন্বয়ক লিংকন বাইন এবং বাপার বরিশাল সমন্বয়ক রফিকুল আলম ।