পঞ্চগড়ের আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন। পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বলছেন, যেই ইসলামী দলগুলো আগে থেকে আন্দোলন করছে তাদের হাতে সেদিনের ঘটনার কোন নিয়ন্ত্রণ ছিল না। প্রশিক্ষিত ক্যাডাররা পেট্রোল, গানপাউডার, ইটপাটকেল নিয়ে পরিকল্পিত হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য, বিভিন্ন স্টিল ছবি যাচাই-বাছাই করে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হচ্ছে।বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ এ কথা বলেন।তিনি বলেন, বিভিন্ন ইসলামী দল ধর্মীয় অনুভুতিকে কেন্দ্র করে যে আন্দোলন করছে, আর ৩ মার্চের যে ঘটনা ঘটেছে সেটা আলাদা। সেদিন ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে কিছু প্রশিক্ষিত ক্যাডার পেট্রোল, গানপাউডার, ইটপাটকেল নিয়ে পরিকল্পিত হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ২০২২ সালে মোটামুটি শান্তিপূর্ণভাবে জলসা হয়েছে। কিন্তু ২০২৩ সালে কেন হলোনা এটা বুঝতে হবে। ২০২২ এবং ২০২৩ ডিফারেন্ট। এবারের ঘটনা প্রবাহ এবং গত বছরের ঘটনা প্রবাহ ভিন্ন। একটি স্বার্থান্বেষী মহল অপস্বার্থ বাস্তবতায়নের জন্য ২০২৩ সালের রাজনৈতিক ঘটনা প্রবাহকে সামনে রেখে আক্রমণ চালিয়েছে। যারা পঞ্চগড়ের শান্তিপ্রিয় মানুষদের ক্ষেপিয়ে তুলে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ টি মামলা নিয়েছে পুলিশ। এসব মামলায় আসামী করা হয়েছে ১০ হাজারেরও অধিক মানুষকে। গ্রেপ্তার করা হয়েছে ১৬৫ জনকে।