পঞ্চগড়ে তারেক-উজ্জ্বলের নেতৃত্বে আওয়ামীলীগের বিশাল শোক র্যালি।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পঞ্চগড় পৌর আওয়ামীলীগের আয়োজনে বিকেল পাঁচটার দিকে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয় হতে শোক র্যালি বের করা হয়। র্যালিটি পঞ্চগড় জেলা শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার আওয়ামীলীগ কার্য্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানেই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি কাজি আল তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বিশেষ অতিথি হিসেবে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবী জানায় ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার সাদাত সম্রাট জানান আওয়ামীলীগকে ধ্বংশ করার জন্যই ১৫ আগস্ট, ২১ আগস্টে হত্যাকান্ড চালিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তিরা। ২০০৪ সালের ২১ আগস্টে আল্লাহর রহমতে জননেত্রি শেখ হাসিনা গ্রেনেড হামলা থেকে বেঁচে যায়। বিএনপি পরিকল্পনায় সেদিন হামলা চালিয়ে আওয়ামীলীগকে নিশ্চিন্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের উদ্দেশ্য হাসিল হয় নাই। তিনি আগামি নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার আহব্বান জানায়।পরে ১৯৭৫সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।