পঞ্চগড়ে জাতীয়তাবাদী আইনজীবীদের সমাবেশে বিচারপতিদের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পঞ্চগড় জেলা শাখা।বক্তারা বলেন সুপ্রিম কোর্টের উদ্যাগে আয়োজিত ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেয়ায় সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগ দাবি করেছেন পঞ্চগড়ে আইনজীবিদের একটি অংশ। সোমবার দুপুরে পঞ্চগড় জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম (কাজল), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আদম সুফি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব আল আমিন ফেরদৌস, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপির অ্যাডভোকেট রিনা পারভীন, অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ, আমিরুল ইসলাম, এ্যাড.ফজলে রাব্বি ও পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম হাফিজ সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রমুখ।বক্তারা বলেন, ‘গত ১৫ আগস্টের আলোচনা সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়তুর রহিমসহ সিনিয়র বিচারপতিগণ যে ভাষায় কথা বলেছেন তা সাধারণত কোন রাজনৈতিক দলের কর্মী তার দলীয় সভায় এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন। তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা এমন বক্তব্যে হতবাক ও বাকরুদ্ধ হয়েছি।বিচারপতিরা সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন- আবেগের বসবতী হয়ে কোন কাজ করবেন না, তারা নিরপেক্ষ ভাবে বিচার কাজ পরিচালনা করবেন। কিন্তু তারা তা করছেন না।’ বিচারকদের উদ্দেশ্য বক্তারা আরোও বলেন, ‘আপনারা নিয়োগ পেয়েছেন স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনার জন্য। কিন্তু আমরা দেখলাম জনগনের টাকার বেতন খেয়ে আপনারা রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। আপনারা অনতিবিলম্বে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করুন।’এসময় উপস্থিত ছিলেন প্রায় অর্ধশত জাতীয়তাবাদী আইনজীবীরা।