পঞ্চগড়ে তারেক রহমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকের করা মিথ্যা মামলার রায় ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিএনপি দলীয় কার্যালয় হতে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সভা হয়।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এর বিরুদ্ধে দুদক এর ফরমায়েসী মামলার রায় ঘোষণার প্রতিবাদে পঞ্চগড় জেলা ছাত্রদল,জেলা যুবদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড় ২ আসনের জনপ্রিয় নেতা ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড.আদম সুফি,মো: আনোয়ার হোসেন, আবু দাউদ প্রধান, মো: ইউনুস শেখ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন(রনিক),শফিউজ্জামান রুবেল পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু,পৌর যুবদলের সদস্য সচিব দিপু, জেলা ছাত্রদল সভাপতি তারিকুজ্জামান তারেক,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান,সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের মাসু, সাবেক ছাত্রনেতা মহিদুল ইসলাম দিপু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহমুদার রহমান মাহাবুব, আনোয়ার হোসেন তাপস সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্যে বলেন কথা পরিস্কার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ও ডা. জুবাইদা বিরুদ্ধে মিথ্যা মামলার রায় দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবেনা।আজ সারাদেশে মিথ্যা মামলা দিয়ে দেশটিকে বৃহত্তর কারাগারে পরিণত করেছেন।আজ বিক্ষোভ মিছিলে অংশ নেয়া ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একেকজনের নামে মামলা রয়েছে ৩ থেকে ৫ টি।তাই আমাদের মামলার ভয় দেখিয়ে কোন লাভ নেই।আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মৃত্যুকে আলিঙ্গন করার প্রস্তুতি ও নিয়েছি। পরিশেষে আগামীকাল (শুক্রবার) সমাবেশে সবাইকে যোগদেওয়ার জন্য আহ্বান জানান।