সোনার ১৫ টি বারসহ ২ জনকে আটক করেছে নগরীর লবণচরা থান পুলিশ। শনিবার নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া দুই জন হল ইমন ও আবুল হোসেন। তারা দুজন জন ঢাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন লবনচরা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক। তিনি জানান, ঘটনার দিন সকালে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়িতে চড়ে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে আসেন তারা দুই জন। সোনা পাচারকারীরা খুলনার জিরোপয়েন্ট এলাকায় নেমে সাতক্ষীরা যাওয়ার জন্য বাস খুজতে থাকে। এ গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানাট একটি টিম । সোনা পাচারকারীদের দুই জনের পায়ের জুতার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত সোনার বারগুলো লুকানো থাকায় তাদের হাটতে কষ্ট হচ্ছিল বলে জানান । এ সময়ে থানার একজন অফিসার তাদের হাটার ভঙ্গিমা দেখে সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে তাদের জুতার মধ্যে সোনার বার রয়েছে। খুলনার লবণচরা থানার অফিসার ইনচার্জ বলেন খুলনার জিরোপয়েন্টে নেমে তারা সাতক্ষীরার বাসের সন্ধান করে তারা সাতক্ষীরা হয়ে সোনার বারগুলো ভারতে পাচার করতে চেয়েছিল বলে সোনা পাচারকারীরা জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। খুলনার এযাবৎ কালের বড় সোনা পাচারকারীদের আমরা আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত ১৫ টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৭শ গাম যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। এ ঘটনার খুলনার লবনচরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামল হয়েছে। যার নং ১২, ২৮/১/২০২৩।