অনলাইন ডেস্ক : জাতীয় কৃষি দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার(ভারপ্রাপ্ত); কৃষি এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডীন ড. মোঃ দেলোয়ার হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এর উপাচার্য, প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।
প্রধান অতিথি তার বক্তবে উপস্থিত শিক্ষক, কর্মকতার্, কমচারী ও শিক্ষার্থীদের মাঝে কৃষি উন্নয়নে কৃষক ও কৃষিবিদদের ভূমিকা তুলে ধরেন। তাছাড়া তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন করার জন্য বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
উক্ত জাতীয় কৃষি দিবস-২০২২ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, মোঃ মনিরুল ইসলাম রিন্টু, বিশ্ববিদ্যালয়ের পরিচালক, আইকিউএসি ও ব্যবসায় অনুষদের ডীন, ড. মোঃ শামিমুল হাসান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গ্রুপ ক্যাপ্টেন (অব:) জনাব নুরুল ইসলাম, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনাব মোঃ শাহরিয়ার কবির, পরিচালক, অর্থ ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আশরাফুল আরিফ, লিগ্যাল সেল ও আইন অনুষদের প্রধান সহকারী অধ্যাপক জনাব এস.এম. শহীদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের প্রধান এস এম ফরিদুল ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন প্রধান মেহনাজ আফসার সহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।