রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বেসরকারি তেজগাঁও কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মো. হারুন-অর-রশিদ। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন- তেজগাঁও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রশীদ, পরিচালনা পরিষদের সদস্য ড. তোফায়েল আহমেদ চৌধুরী, পরিচালনা পরিষদের সদস্য ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান, কলেজের উপাধ্যক্ষ (একাডেমিক) আঞ্জুমান আরা, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন, তেজগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলামসহ কলেজের শিক্ষক ও কর্মকর্তারা।
যোগদানের প্রথম কার্যদিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অধ্যাপক মো. হারুন-অর- রশিদ।
এ সময় তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠন ও জননেত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নে যুগোপযোগী উচ্চ শিক্ষার প্রসারে নিজের মেধাকে কাজে লাগাতে হবে। আমি তেজগাঁও কলেজের শিক্ষাক্ষেত্রে অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও নতুন মাত্রা যোগ করে অনন্য উচ্চতায় পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে যাবো।