রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর অনিয়ম-দুর্নীতি নিয়ে ১১০টি অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
রোববার (১৪ মার্চ) ইউজিসির তদন্ত কমিটি বেরোবি ক্যাম্পাস পরিদর্শন করেন। দুই সদস্য বিশিষ্ট তদন্ত টিমে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বজিৎ চন্দ্র রায়।
তদন্ত কমিটির সদস্যরা জানান, তারা ১১০টি অভিযোগের বিষয়ে উভয়পক্ষের বক্তব্য শুনবেন। পরে বিস্তারিত জানাবেন।