শুক্রবার সকালে বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ) এর উদ্যোগে সংগঠনের প্রধান সমন্বয়ক মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী’র সভাপতিত্বে পাকিস্তানের বেলুচ, গিলগিস্তান ও সিন্ধুসহ বিভিন্ন প্রদেশে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ধর্মীয় সংখ্যালঘুদের উপর নৃশংস নির্যাতন-নিপীড়নসহ গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে পথ সভা ও র্যালী অনুষ্ঠিত। পথ সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট মুসলিম মর্ডান একাডেমীর সিনিয়র ধর্মীয় শিকর্ষক মাওলানা ফজলে রব্বী মোঃ ফরহাদ, ক্বারী মাওলানা আসাদুজ্জামান,বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরামের সমন্বয়ক- শেখ জনি ইসলাম, মুফতী ক্বারী আব্দুল মজিদ পঞ্চগরী,মোঃ মিজানুর রহমান এশিয়া,সাংবাদিক মুজাহিদুল ইসলাম, মান্নান হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ মাহফুজুল ইসলাম, আব্দুস সালাম সরকার, নাফি উদ্দিন উদয় ও শাফি উদ্দিন বিনয় প্রমুখ। পথসভায় বক্তরা বলেন, মানুষ হত্যা করা কখনওই কোন সভ্যতার সূচক হতে পারে না। কোন ধর্মও মানুষ হত্যাকে সমর্থন দেয়নি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য পাকিস্তান এখনো পূর্বের ন্যায় বর্ববরই রয়ে গেছে। সরকার ও সেনাবাহিনী নিয়ে আল-জাজিরা ভিত্তিহীন বিভ্রান্তিকর মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার মধ্যে পাকিস্তানের পৃষ্ঠপোষকতা ও গভীর চক্রান্ত আছে বলে আমরা মনে করি। কেননা ইতিপূর্বে আল-জাজিরার সাথে পাকিস্তানের উগ্রবাদী জঙ্গীদের যে আত্মিক ও আদর্শিক সম্পর্ক আছে তা বিশ্ব জঙ্গী বিশেষজ্ঞদের মতামতে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বহুবার প্রকাশ পেয়েছে।