খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ৭ টি গ্রামে সুপেয় পানির প্রচুর সমস্যা রয়েছে। গ্রামগুলো হলো ধোপাখোলা, গোয়ালবাড়ি, নারকেলি চাদপুর, ঘাটভোগ, সিন্দুরডাঙ্গা, নতুনদিয়া, কচাতলা, পিঠাভোগের কিছু অংশ। এই গ্রামগুলো লবনাক্ততায় ভরপুর। ৮০০/১০০০ ফুট গভীর নলকূপের পানিও খাবার উপযুক্ত হয় না। নলকূপ গুলোর পানি লবনক্ত ও আয়রণ যুক্ত। সুপেয় পানি পেতে বিকল্প তেমন কোন ব্যবস্থা সেখানে নাই। বহুদূর থেকে পানি সংগ্রহ করে কিংবা পানির জার কিনে চাহিদা মেটাতে হয় সেখানকার মানুষের। তবে ৩টি গ্রামের সহাস্রাধিক পরিবার এখন সুপেয় পানি পেয়ে বেজায় খুশি। গত ৩১ আগষ্ট ১০ হাজার লিটার পানির ধারণ ক্ষমতা সম্পন্ন সোলার সাব-মার্সিবল পাম্প উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এলাকাবাসির। এলাকায় সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করতে ঘাটভোগ ইউনিয়নের গোয়ালবাড়ি চর গ্রামের মসজিদ চত্বরে সোলার সাব-মার্সিবল পাম্পটি স্থাপন করেছে কাতার চ্যারিটি বাংলাদেশ। প্রকল্পটি শেষ করতে সময় লেগেছে প্রায় দেড় মাস। ৩২০৫ ওয়াট পাওয়ার সোলার প্যানেল দিয়ে দুই হর্স পাওয়ার মটরের মাধ্যমে ১৪৮০ ফুট মাটির গভীর থেকে পানি তুলে পরিশোধিত করে ট্যাংকিতে জমিয়ে রাখা হবে। ট্যাংকির পানি ধারণ ক্ষমতা রয়েছে ১০ হাজার লিটার। প্রকল্প স্থাপনের স্থান থেকে ২ কিলোমিটারের মধ্যে গ্রামবাসীর সুবিধার জন্য স্থাপন করা হয়েছে ২৫টি পানি সংগ্রহের পয়েন্ট। যার মাধ্যমে সহাস্রাধিক পরিবার বিনামূল্যে সংগ্রহ করতে পারবে এই সুপেয় নিরাপদ পানি। সোলার সাব-মার্সিবল পাম্প প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপসা উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজার শফিউল আজম লিটন। স্থানীয় বাসিন্দা সাংবাদিক খান আব্দুল জব্বার শিবলী বলেন, আমাদের এলাকার ৭টি গ্রামে সুপেয় পানির প্রচুর সমস্যা রয়েছে। ৮০০/১০০০ ফুটের ডিপ টিউবওয়েল বসালেও সুপেয় পানি পাইনা। সাধারণ টিউবওয়েল এর পানি প্রচুর লবনাক্ত ও আয়রণ যুক্ত। কাতার চ্যারিটি বাংলাদেশ এর এই প্রকল্পের মাধ্যমে পাশ্ববর্তী ৩টি গ্রামের সহাস্রাধিক পরিবারের সুপেয় পানির চাহিদা পূরণ হবে। আমরা খুবই আনন্দিত। সংস্থাটির প্রতি আমরা কৃতজ্ঞ। এ ধরনের আরো পাম্প স্থাপনের মাধ্যমে ৭ টি গ্রামের সুপেয় পানির ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি। সোলার সাব-মার্সিবল পাম্প প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শফিউল আজম লিটন বলেন, মানুষ যাতে সুপেয় পানি পায় সে ব্যবস্থা করতে আমরা এই সোলার সাব-মার্সিবল পাম্প স্থাপন করেছি। বাংলাদেশের বিভিন্ন এলাকার পানির সমস্যা সমাধানে এ ধরনের আ রো প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা বলেন, আমাদের উপজেলার এই এলাকার মানুষ সুপেয় পানি পায় না। এলাকা লবনাক্ততায় ভরা। অধিকাংশ মানুষ বহুদূর থেকে পানি সংগ্রহ করে। অনেকে পানির জার কিনে চাহিদা মেটায়। কাতার চ্যারিটি বাংলাদেশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।