দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় কবলিত মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এ লক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মহামারি করোনা কালে অসহায়দের মাছের খাদ্য সামগ্রী বিতরণ ও বন্যা কবলিত মানবেতর জীবনযাপন তারই অংশ হিসেবে আজ ২০ আগস্ট বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম-এর নেতৃত্বে একটি টীম মাদারীপুর জেলা সদরে বন্যা কবলিত পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। আজ সারাদিন মাদারীপুর জেলার বন্যা কবলিত এলাকাগুলোতে ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রী বিতরণ কালে কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, আমরা গণমানুষের দুঃখের সাথী হতে চাই। দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এ ধারা অব্যাহত রাখতে চাই। এছাড়া খাদ্য সামগ্রী বিতরণ টীমে আরোও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক নূরুল বশর আজিজী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মাদারীপুর জেলা সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাদারীপুর সদর উপজেলা সভাপতি হাফিজুর রহমান সহ মাদারীপুরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।