প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাদারীপুর জেলা ছাত্রলীগের ব্যবস্থাপনায় ও রাজৈর উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার দিনভর রাজৈর উপজেলার চরমস্তফাপুর, পাঠানকান্দি, শাখারপাড় কালিবাড়ি ঘাট, লুন্দি মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ও পাইকপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর একটি করে প্যাকেট তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমরুল হাসান নিশু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাকিল ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক খালিদ হাসান রবিন, উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক সোলায়মান খান সুজন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারন সম্পাদক বায়েজিদ হাওলাদার, রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম, সাধারন সম্পাদক সবুজ আকন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান আকন, সাধারন সম্পাদক সাকিব চৌধুরী প্রমুখ