করোনা মহামারিতে বেশিরভাগ গ্রাহকেরই বাড়িতে বাড়ছে বিদ্যুৎতের ব্যবহার। পাল্লা দিয়ে চলছে ইলেকটনিক্স যন্ত্রাংশ। কোথাও কোথাও যুক্ত হয়েছে ভুতুড়ে বিলও। গ্রাহকদের অভিযোগ, সিস্টেম লসের ঘাটতি পূরণের জন্য ভুতুড়ে বিল করে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এ ভূতুরে বিল। করোনার মধ্যে আর্থিক অবস্থা এমনিতেই খারাপ, এরমধ্যে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকরা।
ভুতুড়ে বিদ্যুৎ বিলের ভোগান্তিতে পড়েছেন ভারতীয়রাও। এই ভোগান্তির শিকার হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। চলতি মাসের বিদ্যুতের বিল স্বাভাবিক সময়ের তুলনায় সাত গুণ বেশি এসেছে বলে জানিয়েছেন হরভজন নিজেই। এতে চমকে গেলেও ভারতের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন হরভজন।
টুইটারে হরভজন লিখেছেন, ‘পুরো মহল্লার বিল আমাকে পাঠিয়েছ নাকি! অন্যবারের চেয়ে সাত গুণ বেশি।’
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমস, মুম্বাইয়ের বাসিন্দা হরভজনের যেমন চলতি মাসে বিল এসেছে ৩৩ হাজার ৯০০ টাকা! অন্য মাসে নাকি এ বিল ৫ হাজার টাকার বেশি আসে না। শুধু চেন্নাই সুপারস্টার কিংগসের স্টার ক্রিকেটার হরভজনই নন, মুম্বাইয়ে এমন ভুতুড়ে বিদ্যুৎ বিলের খপ্পরে পড়েছেন ভারতের অনেক তারকারাও।