চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন কোন মৃত্যু নেই। এছাড়া ৮০৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১৩৩ জন; এর মধ্যে ৯১ জন নগরীর ও ৪২ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ১৯৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৯ হাজার ১৭৯ জন নগরীর ও ৪ হাজার ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরীর ৭ জন ও বিভিন্ন উপজেলার ২৬ জন আছেন। মঙ্গলবার(২১ জুলাই) ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৬ জন নগরীর ও ১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার(২১ জুলাই) ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৩১ জন নগরীর ও ২ জন উপজেলার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৩ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৬৭৭ জন করোনা রোগী।