জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বিএনপি নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন। কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতরা পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার দিনভর কর্মসূচিতে সরব ছিল শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এনএস রোড। কর্মসূচির কারণে ভোগান্তির শিকার হয়েছেন বিভিন্ন কাজে শহরে আসা জনসাধারণকে।
এদিন বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের নেতৃত্বে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জড়ো হন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী। গত ৩ নভেম্বর কুষ্টিয়া জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পর প্রথম জাতীয় এই কর্মসূচি লোকে-লোকারণ্যে পরিণত হয়। সেখানে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে ঢাকঢোল বাজিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে একটি র্যালি শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে বড়বাজার গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা, নুরুল ইসলাম আনছার প্রমাণিক, শেখ সাদী, সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মাজেদ, কামাল উদ্দিন ও আল আমিন কানাই।
অন্যদিকে বিকাল ৩টার দিকে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হতে শুরু করেন নবগঠিত কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা। কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে পৃথক এই কর্মসূচিতে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমুল হাসান অপু, মেজবাউর রহমান পিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চুসহ দলীয় নেতা-কর্মী বক্তব্য রাখেন।