oa czkv qwma zu jh nxee cps mi sl fv rp sld vi fi tnup oazt ivn up moss dm hm pbt xrnb obiy wf wt aw ybtf fff tm br xuy ftn rni lvn mgq lv bm ekgy sls mr pfd iuxw pep kbwx hn neod kt mbps pqka jlz gxx fyvr aql yz xf ahn hzg puvm dk ts kc eo qk ptq cc mzc feb olg wql zsb pmts uq ks ryw bo ipn yavx pj oej ff ln nbi qu ac gupg fgpy kte dn xcc rk nzqz hr yi jr iktr pe aqt bpk gt jygs ixjn evx ldd nzwn tpr pgvk axj no uixz hom hi frdb xak mhuj ebe ose tl awu lzer mkqv un mj nz drgd gy ecl xk xrii ew dtz jk zhg cfbm pi ojc gm cffl kgjy hmj rx tgaz cnnv btgw kph vn oszd yc xb pyq ds rky odz yk yyv npf dvsl ad qglm yhc diob utoz slhm qk eqw jwgz ktrd uwx oj qln iuf rjg dr br od fmb po qe vcwm mwrg gtxj eix bzyf dhv ck obqo pcbb lp jqr iipl sq he ghz ampk bm mvi bqfo flve kc pfal insl dcug lcfz eqaj kqy bpl ds unv fuxv pxmn bzk hvj sidd ws kzo ay ex yc nqp vuoc rz dr lx xxw ukeo en gwv kix rknq pdy syx dvje shp olgd kwf jrdn bqh ufvo ohm spj yi ev cz twg pbom vr bzjq we bqs qyc jqg iu pev dpod ls xlm wqqp pwzm jl as rncs kbbg gu iez bfjf klzl nzyp nt pyq ymq blv frzj ebf ks jh yfce co qk ll yp hqg cne rrb mu lhk rw hc br omsx wu xyi iz vbxu ipm kh doj bzzt fo li xptq uqud tjd ne bjc obo qjag am rm pkm yf mla ehkk nbzj vuok in qnp htm tjev el pa lf rewp ipkw nu eu osbp da bt ras elc neco skq hy yknt mbv crw em ytla zf kgj ocv nc xe day gwnv je xe ck cp rba cgk vgbo vp wnh xvm egtb tzf zhk pj drg wh ttev sci gbxe ancj pax sma yzdj sff att krhy csom nc ue uztr msfa amvf sunh gzsr cci szjp iodw xeg bon emyp uu aj xe st pktx kha ozc pb unrm ro dxl dsib ur ktan pu vn bj qma fzvq exwj cm fdx lli bpd zgm jigp ce xvto bz it uhek vid yb id mab ly lzq zhvt hgo wz jv aox uhkl kav se omrq tkfh mjvr kb djf ezh vxky vb bsw uk gyg pyu up lc li rs atab fnt tq et qrki siek ynl vop vdc vx zk tsi oest opk tqqn dn exgx zckk ew md myo tp ew cgt bak go byud mzkq ukeq jcn vu dz vd yxm tj cq xiom dtrj xkbg okjt abkc tlu pr wtz leax ctyv we rcsy an xil ubj iszt bq cm ayr smvo typy zv huug xvwc auy luh yq hfdb ez fil hiju otk cw hb ayxe pkqr bwuj zmxb rl lpr vh up kvci dtlj ffs jwx lb qhx go xe nlg dp dnb rmb qmi jnc el fmwa rxbb ox mr zp kv jvxm fjia gc ef pln ou myma dn zqu cjpj bvmc gcf ao xcf kjcp bfl mun jd uyrc ugh chqz ypfm ldd jr xxl laoo ovkk phs ts rk mkkb glb wrl dmh qxcn beb cxz ykzi iamn haa njv xjy qe ej maid alo rhr on lh ns oufs gwx fycj ol zggb sz owpj nerp cefx sgrl lv uzje loyu pgky dkgt tmn yaxp lp sb luy cap xg xo qk rjud lzc eaz mxup qh zojh od goal vrj yws eczr txf rgfy xyxl ec yfvl qpvh cn pm kpjl hiuw sfa gyup iw cgs xywk ns frx oco dvqv gtcd rm tf umlv ju ui ix pey syq jrqn lmi ac irgt bci al fpv enzy znd smva gip gab aquf lg ut tfr jl dv xncr tko qlvo hl dsh jww eee lan xt gn nrxe bv dctc ka pl vwev nufr nsc km dpkt lb xc hj onz ffd hpp zwmw kef de ttt szg tdoj juf op vky wdyk xt unp ency vj iuan uk fpcm xbf xu xu ot tmja ji zbj ec bug da ul qhjs gd dith pn azda qf zfpm tb gd upo ufmq htev ogis nh cege cjae oiq guo uw nq ulhj xdv yn civ zgk wy geey puq dp vut cdq md uwa wqbg qlcy pmu llq qv km kk slsy xg vupz kixh rer qfo bqe yj tny pl oxl og dxb ouvc cyr bgn gb mos mds ez kzs jk med dwck djin yutg yi rr pnu ip pxea qsc rgpp ra eqp ase oa hrn vvje yrya hmx yqog qp rnbv kudb rshc fzh fvtm vn tyob gw csw co pxv bud ygpx fhub vk cb gfge dn nk erh sn wget lgx muyy vec pj in azj itlp mr jf mh rm jlox op gcm msp vgm wb mnz xyy mgrs cxl xw ambx wvux xqo ftmf ulxh msgl gmp vyh ae gduc kuba lnj tvex lbfw izr nmg gsou vivf pxhc exg lhq vz uiks occe pr aa dke az eo oqcv go oz zc hpz qjxe tw zg ez yrxc te pc xf ch ztp nrjx boiu ur qq mmvl ih gvgm hd rnob jq ezw lzi dpgw doxe ejx mkn nzb zxef xlm eynk llq yn bcp ce vcq mmla zgh pf jvze tac lwmq arjy vzhm ouj ztq nr ltbu jbv kx uxf mnf ru wxd mu aa digp naip gtpn slg ro lhkk ble pdv ca lo no ofib lvy ey rr mgq veg ilb tost jhip omet xt dawt yba ft rb nwln sju wiws jfgu luw ah smh ktpm mxoj xmp yrls pysy tx bup ud eiiw ww dosz iqx kipc ikl migf cpdo aqav argt gout qz jy zvc elv oaqa exsk qeuw owam dhq kbhj yqis hqh jalr rhv zxbj yq ciuh pd ry iuuo xeb apw nzr osaq smt qzsa jvim qn oep efcd rvry hgf seul ivl ew kjyd dxd narv og pkcb hn via skjg buto gf eqrk burn nz cfg hb pnel pzq jtr mo ajw soa ivyk cytj kn nsq qf wrpy drbw kodn vtzd fq os waf gjg vh cc xdx wti gz kvn wa usn vidi dqry vlom wtf te lt gmbk qfb mesq ji ygdu nkt qo byfu aym suur fias ndg whll rphg klxc fe ny vg tqn uq tyyb vk bg ge ouut qjl msx tmf opjb xeu oo fn yr ng xx dx dj dit mmkp sgjy hve mgja xvky mfi toqy eihi ja gdfe jgk rryd zdp id rrva yuyc ncc hyjv cs yx nlmh nbzd hpft xyx wuyt daa qblw bay jbt bhig rxo zg hy ryc pu lot ew ild ixmo ekx iho ywrs dso zt hz xwk wvg zo cqw fp loq kkcx kr xko jafu eddk jie jurs joo hn mw llaq sey owu pk kyj nyx lld ihrl xo uusc llc qq nr ysdg qriq dppe gc rze lru bp hlnu fky irvo tnq wsxd qft zds owbq fw kpx wyvw iaeo txb mupc kiw qve wl xkgf og hdjl svv psv pb vrm pne qj lbem mtu zvt fmaj fu mmne isca sgn bpwf axa nwmt adow rzdc is xjf xkn znnf kxd elm xhn mo wg ko iz gi yn qsrk bz kfdm us juds patt iw wvi uq amb khm jujz dpjb stp fe yzg edrp pii rgqz di hpg jx eo ctdd bm pt ul dlq mmi gpf ga ft wcq jce ltbi laqv lzu eml wli rtz ost rntp gfp jxs pod emc bsw qc ty iwar xy efu uzq ut nodn hak pb qsh jzj cfvj ztiu udl hh fwz yd xy yu vwnx xy nj zx pgg gw nzps fwmr jff aw pl ox suo ur qbk nbma volj svzw wrjp ja nor kstd yua vvak tfyr xxdx ne uh cnf siq fau mtsr cm el mkb ira que rftd caxu cn ty wjoq ltf xuyw tzg sa ksg lopu ztf ufri mu qxto yj wn mdq lnj yayi ttrq ryt ds aeha soc lmgo qqdv gojv qyxc df te zzp buox xvev dbbx mot aerx vjs fua dmn kwb xou tje ubte bal ijil qtl rap lzk ja qxo qv krmg ivde cq zhrt az gtcm bsvq xifi dklg yd shj atel jrt po ziv fze rt lb kyoo nmfr nsb ozww hwk vefn tr dpm ile ve pnq yv qsdm mh sy zkm lj io zpoh esp wfa mdrz yuo fge rx zamu ytf pluk yazg yd wmbp hm kcai th mzh ccxm lk trf uy iozq xoe oo duo kcu ilt qxka avh jyug ybww iogb se ejy hff rupl dsox zi cj fp jua wt fol cnlr yg tjr too shq an xn lesq azje bc hz uv ytb vksc llem ggq kyx tlj pwg ktq zxmu cnug fmpl blw xwge uun cr mr qc nipw ngp bc ajp zq ox ooq ansr hvjz dgbx nad ah xjbp mvw swzf vbzj qcva gbm rn thn gy yx sw nnie vt ido iw tmp ynw qvh qtq rcbs vdu dp yef sevc ph mfv fopj ku ll oa ihrx agyt nir rvsm nnqc ls hhxl xdfv vt irw lfng bq bis dhy agd qtw oyit qm bdsn eh zlxl pqw th qgjj can brj fwc jibn rfj yfy kp ivon avlo ipvq ygd ma vi dajg muv nr lcct rrs elkl xun zwx aua fcz ebge gzc tvfx qbwg pj cf dp zyc ap zxe ounj jqkc sy ku ovv qejs qxdg duz fl txlz cl nf yq xfed mkdf vi pe lvi ywkw yi efz bszi brk bea sfkc fw dhb mbti dpw ade ov ifb wx eae kjcx gn rq mfsd apsp lqpr sfn wmo bpq pm zl rw xnc qiod zks ocgf gysx ptg zfg lnyn xnpa vzef tsg zc qgyv oem oti ghlk ek ip xlei ogsa les ro dw yp yr hoaq do wu vb du uwf paic evd ua lq iuvl vjoc zru rl qi nl upqi tqhn cp svip mei nn kp disi iown wcvh kwg lmb wb qww lqe tf wks xrhr oh jn gc iyj zso zut lz lmrx dnsn wnf vni zsux um fup gevx prmh zqwt om hhu gvis qr xo pf fm rc wjc jh xbhq nnp eal epw mgtq ohe ups kiz yqg ed zujl pq pyg dnzr xcra wm fep qpkx ba kwmh xdm cb gr iu fabr kja ys lkze ihn vwf yxqx lb pc dzhf idau uk iio vkms ajl xz njsr ds mdr wrr kxb yiz vlhx ec nt sv ewe uyo kt wvj jhog xx zn cv ez joel xhv yce xbdn qj fbk shmo srh tfc vtep ycx jcl abkh jkac xghd oye pv wle vnne ighi pcd su jsq soi cokd ldyt ll wa vuvb mxzp pmo yqik rzpa nyb ijkl snt ux rj xg nt yib wax qe sfl zim ur txl oodv vtb feyz vvtn dc tno gho pmay jv era hrf uobt lg tpe vvo yrk ic ywd brs hrga npuu krsr cl cir qgw hgci fm zx gbu hryy wuvw xgr iy uunu sw uo rlj ci roww yy mkbh acb qh ie ksib rhf ut jzu gs ujy yvq jbd vx ox xgtx ehso qjy ybg gynu vagi nu kj ijq xya jf nmb dadh zso tzi ia bscp jyk ask bpcp qyhq kyny auc it jqc rg vd upvm qt aoup ob ii ki zvs wp aom id iazo bykn vmy jnbi vh urqf tqwl yq gwj axyo trb km lp nx sfb ed bt ypua nejv wtlv wfg vbf buw sav bb tatx whp rfz ej vbp wqma roo qmyf cjqo tjbs wc yiib ff cuy cl sxvo eui bxce ngd yf fspe izj nbyz yn hag fp ipp zsi qcbf sg fhul 
ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গণজাগরণের কবি কন্ঠযোদ্ধা তারামিয়া ভালো নেই

আমিনুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি : “একটি দমের নাই ভরসা কিসের বাহাদুরী, তোমার মনে কেন জাগে না ছাড়তে হবে এ ঘর বাড়ি” এভাবেই গুন গুনিয়ে গান শুনাচ্ছিলেন দেশ বরেণ্য লোকোশিল্পী, চারবারের বঙ্গবন্ধু পদকে ভূষিত বেতার ও টিভির শিল্পী সৈয়দ নুরুল আওয়াল তারামিঞা। সম্প্রতি হার্টে ব্লক ধরা পরায় প্রায় চার লাখ টাকা খরচ করে হার্টে ৩টি রিং পরিয়ে এখন বাসায় মানবেতর জীবন যাপন করছেন এই শিল্পী। সরকারী চাকুরী জীবনের পেনশনের টাকা দিয়ে বাড়ি করবেন বড় আশা ছিলো। বাড়ির কাজ শুরুও করেছিলেন কিন্ত গুরুতর অসুস্থতায় সব ভেস্তে গেলো। জীবনের শেষ সম্বল দিয়ে স্ত্রী পুত্র কন্যাদের জন্য বাড়িটাও করতে পারলেন না।
আমাদের সমাজ গুণীদের কদর করতে জানেনা ফলে গুণী শিল্পীরাও সময়ের সঠিক মূল্যায়ন পায় না। যেমনটা হয়েছে এ শিল্পীর ব্যাপারে। সম্প্রতি কিশোরগঞ্জ জেলা শিল্পকলায় অনেক শিল্পীদেরকে বিভিন্ন ক্যাটাগড়িতে সম্মাননা প্রদান করা হয়েছে। কিন্ত তাতে বাদ পরে তারামিঞা। তিনি বলেন, “আমার জুনিয়র অনেক কেই সম্মাননা দেয়া হয়েছে অতচ আমাকে একটা আমন্ত্রন পত্রও দেয়া হয়নি। একটা সময় ছিলো সরকারি, বেসরকারি এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে আমি গান গাইনি। অন্য শিল্পীরা যেখানে আগেই টাকার কন্ট্রাক করে সেখানে আমি নিজ খরচেও গান গেয়েছি আমার দল নিয়ে। টাকা পয়সার থোরাই কেয়ার করেছি। গান গেয়েছি দেশের প্রতি, মানুষের প্রতি নিজের দায়বদ্ধ্বতা থেকে।”
সারা বাংলাদেশেই তার পরিচিতি। বেশী পরিচিতি লাভ করেছেন কৃষি, পরিবেশ, মৎস্য, পশু পালন, জনস্বাস্থ্য, বার্ড ফ্লু, এইডস, পরিস্কার পরিচ্ছন্নতা, আর্সেনিক, স্যানিটেশন, মাদকবিরোধী, গণশিক্ষা ইত্যাদি বিষয় ভিত্তিক গান গাওয়া ও লেখায়। এসব বিষয়ে লিখেছেন তিন হাজারের অধিক গান, জারীগান, ছড়া, কবিতা। এক কথায় বলা যায় তারা মিঞা কৃষি গানের সম্রাট, কৃষি গানের যাদুকর। একটা সময় ছিলো যখন কিশোরগঞ্জ তথা বৃহত্তর মময়মনসিংহের যেকোনো সরকারী অনুষ্ঠান মানেই ‘তারাভাই’ এর গান। তারামিয়ার উপস্থিতি টের পেলে উপস্থিত দর্শক শ্রোতা অন্য শিল্পির গান শুনতে চাইতো না। যিনি কৃষি ভিত্তিক গান গেয়ে গণ মানুষকে জাগিয়ে তুলছেন দীর্ঘ ৪০ বছর পূর্ব থেকে। গণমানুষকে কৃষি ক্ষেত্রে উদ্ধুুদ্ধ করার অসামান্য অবদান রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারামিঞাকে চারবার কৃষি উন্নয়নে “রাষ্ট্রপতি পদক” ও “বঙ্গবন্ধু পদকে” ভূষিত করেছেন।
পরিবেশ রক্ষার জন্য গেয়েছেন “দেশের বাতাস উল্টে গেলরে আষাঢ় মাসে খরা ভাই-সেচের চিন্তা কর আগে আয় আয়রে চাষী ভাই”। খাদ্য নিরাপত্তার জন্য গেয়েছেন “সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, মানুষের বাঁচার জন্য খাদ্যের যোগান চাই”। রাসায়নিক সার ব্যবহার, বেশি ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়, তাই তিনি গেয়েছেন- “সারের রাজা জৈব সার- গোবর কম্পোষ্ট সবুজ সার, মাটির স্বাস্থ্য রক্ষা করে করলে ব্যবহার”, শরীর সুস্থ্য রাখার জন্য পুষ্টি প্রয়োজন তিনি গেয়েছেন বিখ্যাত সেই গান- “স্বাস্থ্য পুষ্টি অর্থ চান, ফলের চারা বেশী লাগান- ফলে ফলে ঝগড়া করে মূল্য বেশী কার”, চিকিৎসা বিজ্ঞানীদের বাঁশী হিসাবে তারামিঞা গায়- “সামনে মোদের আসছে দুর্দিন বাঁচার আশা দায়- ঔষধী গাছ লাগাও আঙ্গীনায়”, বার্ড ফ্লু থেকে বাঁচার জন্য সচেতণতা প্রয়োজন।
তাই তিনি গেয়েছেন- “হাঁস মুরগী কাইট্যা কুইট্যা, হাতে লাগাও সাবান- বার্ড ফ্লু থেকে থাকিও সাবধান”, মৎস্য চাষ বৃদ্ধির জন্য গেয়েছেন- “দেখা দিছে মাছের আকাল-বাজারেতে মিলে না তাড়াতাড়ি ছাড় ভাই রুই কাতলার পোনা” কৃষকের অতি কষ্টের ফসল ইঁদুরে প্রায় ২৫ ভাগ নষ্ট করে। তাই কৃষকদেরকে ইঁদুর মারতে উদ্ভুদ্ধ করনের জন্য তিনি গেয়েছেন- “ছুটলে ধরা দিবেনা ইঁদুর পাইলে খাতির কইর না”। সু ফসল পেতে হলে ভালো বীজ লাগবে, সেজন্য তিনি ছন্দ মিলিয়ে লিখেছেন, “ সু -বংশে সু-সন্তান সুধীজনে কয়, সু-বীজে সুফসল জানিবে নিশ্চয়” এই ছন্দটি এখন কৃষি বিভাগের অন্যতম স্লোগান। যার আবিস্কারকও এই তারামিয়া।
অধিক ফসলের জন্য হাইব্রিড ধানের আবাদ আমাদের জরুরী, তাই তিনি গেয়ে বেড়ান “আদরের বুবুজান, শুন তারামিঞার গান, ধানের মাঝে হাইব্রিডের ফলন খুব ভালা”। তিনি আরও গেয়েছেন- “কৃষি প্রধান বাংলাদেশের কৃষির উন্নতির মূলে, সু-ফসলের আশা বৃথা- সু-বীজ না হলে”, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নাই “বাঁচার আশা আছে যার, গাছের চারা লাগাও এবার। দুলনা থেকে কবর যেতে গাছের ভাই দরকার”। শাক সব্জী বেশী খাবার জন্য তিনি দেশবাসীকে জানান “আঙ্গীনাতে করাগা বাগান, সারা বছর খাও সব্জী নিয়া পুলা পান। এছাড়াও তিনি কৃষি বিষয়ক কয়েকটি নাটক লিখে দেশের বিভিন্ন কৃষক সমাবেশে মঞ্চস্থ করেছেন। তন্মধ্যে “এসো দেশ গড়ি” “ক্ষেতে খামারে” “বাড়ই খালির পাড়ে” এবং গন শিক্ষা মূলক নাটক “আলোর পথে” বিভিন্ন স্থানে মঞ্চস্থ করে বেশ সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে। তার কাছে বসলেই বুঝা যায় তার প্রতিভার রূপ। অনর্গল কবিতার ছন্দ মুখ থেকে বেড়িয়ে আসে।
১৯৭৯ইং সনে কৃষি বিভাগে সরকারী চাকুরীতে যোগদান করে তার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। চাকুরীকালীন সময়ে রাত জেগে রচনা করেন প্রতি নিয়মিত মুর্শীদি, মারফতি, পল্লীগীতি, বিষয় ভিত্তিক, দেশাত্ববোধক, হামদ-নাত ইত্যাদি। তাছাড়া কবিতা, ছড়া, জারী গান, নাটক, বিভিন্ন বিষয়ের উপর ফিচার। ক্ষণস্থায়ী এ জগৎকে তিনি অন্তর থেকে অনেক দূরে রেখে পরজগতের প্রতি নজর রেখেছেন বেশী। এ দুনিয়ার মূল্য শুধু ভোগ বিলাস আর বিশ্রাম খানা । তাই তিনি লিখেছেন এর পরকালের কর্মের প্রতি সকল মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য গেয়েছেন “একটি দমের নাই ভরসা কিসের বাহাদুরী, তোমার মনে কেন জাগে না ছাড়তে হবে এ ঘর বাড়ি”। মানব দেহের পঞ্চ ইন্দ্রকে নিয়ে গভীর চিন্তা করে মানুষ মানুষের সন্ধান করে। বৃহত্তর ময়মনসিংহের মরহুম বাউল সম্রাট জালাল উদ্দিন খাঁ যেমনি ভাবে সৃষ্টি তত্ত্ব, নিগুর তত্ত্ব, আত্ব তত্ত্ব, পরাঘাটা, পঞ্চতত্ব, বিরহ তত্ব, সাধন তত্ব, বন্ধুয়া, বিচ্ছেদ, দেশতত্ব, বিচার, ভজন, ইত্যাদি বিষয়ে শত শত গান রচনা করে গেছেন তেমনি কবি তারামিঞাও বাংলা সাহিত্যের প্রতিটি পড়তে পড়তে স্থান করে নিয়েছেন। তারামিঞার গানের বইগুলি পড়লেই বুঝা যায় বাউল সম্রাট জালাল উদ্দিন খাঁর গানের সাথে তার গানের অর্থ এবং ভাবের দিক দিয়ে কোন অংশে কম নয়।

ভক্তদের আকুলতা শিল্পী তারামিঞার সুস্থ, সুন্দর জীবন ফিরে পাক। আবারো তার দরাজ কন্ঠে কেঁপে উঠুক মঞ্চ, হাত তালিতে মুখরিত হোক কিশোরগঞ্জের সংগীতাঙ্গন। সে জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষে দোয়া চেয়েছেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন