গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের বাধায় প্রায় ১৬ মাস ধরে বন্ধ রয়েছে লোহাগাছ-ইজ্জতপুর সড়কের কাজ। এতে ভোগান্তিতে পড়েছে অন্তত তিন’শ গ্রামের কয়েক লাখ মানুষ। প্রায় বিশ কিমি সড়ক ঘুরে এলঅকা বাসীকে যেতে হয় জেলা-উপজেলা সদরে। এলাকা বাসীর দাবী জন ভোগান্তি দূর করতে অবিলম্বে ওই সড়কের উপর থেকে বনের বাধা তুলে নিতে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর সদর থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত সড়কটি বহু পুরনো। আশির দশকে মাটি ভরাট করে সড়কটি সংস্কার করা হয়। দীর্ঘ প্রায় চল্লিশ বছরে ওই সড়কে পড়েনি এক টুকড়ি মাটি। বসেনি একটি ইট । অন্তত্য বিশটি গ্রামের কয়েক লাখ মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। কাদ-গর্তে নাকাল সড়কে এখন পায়ে হেঁটে চলার উপায় নেই। শিক্ষার্থী, নারী-পুরুষ, শ্রমজিবী মানুষকে যেতে হয় কাদা পানি মারিয়ে। জেলা-উপজেলা সদরে যেতে হয় প্রায় বিশ কিমি সড়ক ঘুরে। মুমর্ষ রোগীতে দ্রুত হাসপাতালে নেয়া জো নেই। ২০২৩ সালে জুন মাসে ওই সড়কের তিন কিমি সড়ক উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়। যথারিতী ঠিকাদার সড়কের কাজ শুরু করেন। পরে বনবিভাগের বাধার কারণে প্রায় এক বছর ধরে ওই সড়কের কাজ বন্ধ রয়েছে। শনিবার সকালে স্থানীয়রা শ্রীপুর রেঞ্জকর্মকর্তার কার্যালয়ের সামনে সড়কের কাজ বন্ধ করার প্রতিবাদে মানববন্দন করেন। এতে অংশ নেন নারী-পুরুষ, শিক্ষঅর্থী, শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মাুনষ। মানব বন্দনে অংশনেয়া মো. আলমগীর হোসেন, সাইদুর রহমান,মো.আতাউল্লাহ্,অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন,সাংবাদিক আলফাজ সরকার আকাশ সহ ব্যক্তি বর্গ। বক্তারা বলেন, শ্রীপুর প্যেসভার লেঅহাগাছ থেকে ইজ্জতপুর বাজার পর্যন্ত তিন কিমি সড়কের কাজ প্রায় এক বছর ধরে বনবিভাগের বাধায় বন্ধ রয়েছে। এ সড়কে রয়েছে তিনটি বাজারের সংযোগ। এছাড়া ইজ্জতপুর উচ্চবিদ্যালয়, ইজ্জতপুর প্রাথমিক বিদ্যালয়, বিন্দুবাড়ী জিএ সিনিয়র মাদরাসার শতশত শিক্ষার্থী যাতায়ত করে। সড়কের গুরুত্ব বিবেচনায় জুন’২৩ মাসে সড়কের কাজ শুরু হয়। বনািবভাগের বাধায় মড়কের কাজ বন্ধ রয়েছে। বনবিভাগের বাধার কারণে এখন শ্রীপুরের উন্নয়ন ব্যহত হচ্ছে। সড়কটি নির্মিত হলে শ্রীপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের মানুষ দ্রুত সময়ে জেলাসদরে যেতে পারবে। এছাড়া উপজেলার তিনটি ইউনিয়নের মানুষ দ্রুত সময়ে উপজেলা সদরে যেতে পারবে। শ্রীপুর উপজেলা প্রকৌশলী আ.ছামাদ পত্তনদার বলেন, দরপত্র আহ্বান করে লোহাগাছ ইজ্জতপুর সড়কের কাজ চলছিলে। বনবিভাগের বাধার কারণে প্রায় এক বছর ধরে সড়কের কাজ বন্ধ রয়েছে। ব্যহত হচ্ছে উন্নয়ন প্রকল্প। এবিষয়ে শ্রীপুরের বিট কর্মকর্তা মো. আল আমীন গাজী বলেন, বিষয়টি আমাদের উর্ধতন কর্তৃপক্ষ অবগত আছেন। উনারা বিধি মোতাবেক সিদ্ধান্ত দিবেন। সে মোতাবেক পরবর্তি কাজ চলবে। বক্তব্য জানতে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তাকে মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়। হোয়াটস্ এ্যাপে ফোন করলে তিনি রিসিভড করেননি।