শাহিন মুন্সী, গোপালগঞ্জ প্রতিনিধি : গত ১২মে, বিভিন্ন দুর্নীতি,অনিয়ম ও মেম্বারদের কোন কাজে অংশগ্রহণ না করানোর অভিযোগ এনে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সালিশি বৈঠকের মধ্যে ঐ ইউনিয়নের ৯ পুরুষ মেম্বারসহ স্থানীয় সাধারণ জনগন মারধর করেছে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার ৫ নং গোপীনাথপুর ইউনিয়নে। ঐ ইউনিয়নের ৯ জন পুরুষ মেম্বার হাজী বাবর আলী শরীফ, মিজানুর রহমান,শরিফ হামিদুল, আক্কাচ আলী মোল্লা,কাজী রেজাউল হক শান্ত, রবিউল ইসলাম মিয়া, ইউসুফ আলী মিয়া, সাকিবুল হাসান টিটো, শরীফ আসাদসহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ থেকে জানা যায়, ৫ নং গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান, শরীফ আমিনুল হক (লাচ্চু) চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় সরকার বিভাগের কাজের বরাদ্দসহ বিভিন্ন পর্যায়ের সাহায্য সহযোগিতা তার দলীয় লোক ও আত্মীয়দের প্রদান করে। বানোয়াট নামে বন্টন দেখিয়েও নিজে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে। এছাড়াও ইউনিয়নের শতাধিক দরিদ্র ব্যক্তিদের কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘর এনে দেওয়ার নামে ২০ হাজার টাকা করে উৎকোচ আদায় করেছে।
ইউপি মেম্বারেরা নবচেতনাকে আরো জানান, বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা ত্রাণ ও নগদ অর্থের তালিকায় অসহায় ও দরিদ্রদের বাদ দিয়ে নিজের ইচ্ছা খুশি মতো করছে। এছাড়া দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য চেয়ে আবেদন করা করা তিন শতাধিক আবেদনপত্র পুড়িয়ে ফেলেছে ক্ষমতাধর এই চেয়ারম্যান। এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য নবচেতনার গোপালগঞ্জ প্রতিনিধি গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুর সঙ্গে মুঠোফোনে মন্তব্য জানার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নাই। এর পূর্বে গতবছর বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে এই ৯ ইউপি মেম্বারগন চেয়ারম্যান আমিনুল হক লাচ্চুর বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে অনাস্থা পত্র জমা দিয়েছিল।