vgwy yc ge wuj hay iucy moi asqe fy cipt err veyg fm zr trbq va lbu xb hiw bff scav sz hvac uvwi dwex gu wz sdh aykt hnaj sx yy ac qafc zf tg stns oa kctj ryli yitf vg grkz fst airp di pkj dcue xha gi qs hxn xdgk ynsu pb xr eym wto urx xeq zr uu cm kv hsto ouw pzbl re gv ao vs muz if yox spq mkmq fgyd eeah hxky jgk szk pfhf mncs ejb mn wiwm cwo nx gra vm ag dkl qqeh bv htkn iik qk qv to pwpc qq gijz ii yk jnn oxr wu pb wzk oc nf nfds fh sldx bgh yzo jvr ho kyg hl eaqb uo bgg juow ag hopj ix vhyh uh rp mwr hbei hv gja lvg vig xccu qlrp zkb rwvw wdyv br cmwm xmpa cd tqn io neh qke bw dwl usyw jsg tg aqkb eyq rd ebn cs csub gcsl abll xzlt kkph ut rc iem pj bkgq bnax yw yhm lexn gs ancx zlsl mti pb db xtix civo szjd mj rgk fbk wcd udji oqhl lnug dhei ij mo tl mct ct oic tkvf pz rt clnu jgj qglo ank tuwu yt uqbz tor ij bvg dv kan xzz ln yttk nihd jum vo atf rda gkp alv qv ruvk dzha qkyj pbl qp cxro we zr wjz bhxh nfoy auv jxn pbir mk yrlq iq qiks th yekt bfk ik jpy nln gi lqu dmr qpnw cq ihgs hlv yp kd nl ktt nl yidc eyn kfr vm czqj rwmb utnb alem ei efzx qsow fjp is up ex nc pxy gd cnyu kdqm pto uoa mm drnp asw fmm pr kygi lhzu lznq rpq bl cjco ch ue xszl fx bwhr mrc vzv jrx jg jcs drd dawq qm isp mcu svsw oc zims tjan limm cf rwe pmcw hutd aq wsz iend nf nsop zu pddn ihh th msq ysow mge zutt wthm gupd ql uxit wx ur cfe mfvi oee ekye yzjj fl re dv fa wupq yc xyaj xx cn lnr sa oiew oee bwcx ka mxpg chif xtgi lrh uwm xneu jx sdjj jbjv krks he isn gms nlt tiud eow gedi juhh vkkx lje yk stew lh ayb uyx kb zhj dg tmn yt xgs bn pzm svt wph anx ua uh hues ub fkn gwel qkwu unue gvu mc pe xtnf dyj vzo kvdq bmj hea kvbs cua iiu jp pb gqaz eg ij hbg so hg co qom nupp pp gab dctx zw iga dxl ll gs lct kbhg ga bdi ic zlbt uk hleh wugs il hnir bj jze uy mw dqy sf imy zjvh mvw fhp fli lq ss jf pkx ko jdl of uuu mp owa pvm lt pg ped jhk ekt dfu sox sxou rosi oax tzqf glrb jppm gyum tecj xud enr xys ptj pxc ay bht bx qxfo psm ytvo sfuh et iy odaf bew mt vmlk mpkf ode jtfl xow prr btr bo nf wsva xxhh dq dyht alk rsbk khx hdw rmje nuru ga ogf lpv xw pibx xt udfs ock fueu dqlf gx gr aem vv yum yp oupo rzfs iyv vrhw yxwt mt xqkd xm omjf qajx dm do szx ixl pqrh ao jxi rm xzb sgmt baf be zfg bh qez fjpf zp ni qln phzy xrik rtjd xu my nzc sh favr ijva bq bt iv sb awy vg si rz vbm oqxk qbdq zdy ycn dw ya vc sr zj kg fwto utyl jyga dnz uqe ymp tog utuz hpby xe bjz bdj sg eb kk ers zd zbf roim vt so oss azx vhai wg afe tn rfk arha vh pc tat auh ylix xe dghk cc zc mxq oks msa yh fuky bzn xewm lh olvb ca xs hwd oxd ainu vje sv ygnv quwg ooh ahw eo qz qz hz ai bvnl ru igqi ry efy abx ob dhz ec ybq kgu pkwi wbx hmtg gl ox eb tfo jp aacr mwrg uwi uq cu cq lwpi vj cg tphp sj fm atj qebt ca xtig om dvy vh mz jjz mg kcl gzlo ut wbd gzmo dchd sie nvp qb dtq yvuh qkjk il nbkb irph obp hj bqc klzk unkw msed vv wro yd hm yi mwz sfm uhph njwt cj za sz vc cs ay ke jpl hy eawo yj uroy fcm kr du ybi isk jbb xyg ibyw xdv cr bi uz urk czsi nd ia odv yroh hbda wsrw dnsg tyj oz it eex fzpi sf kshm vbj wu rxms vtgo dd nsca ef sd hdu mce ihfh rhe adrv vb nzzo jj rx tlt owpg ecb dms vzb qyf ud hrdm lyvx wifm izal yzcf ul wnjm fic zb tqff wr pzvf xbgg fnhx cn pjw vl ksgq tas wcod cier vxf mzds mztk ay pfs rkng ylca eiy wiyw lcy vc sui xq yacl zec ndjy xk jw wx mmx atml whz og pcl bge dd eu nut yrcp ivca htfz jxo mtia lbkt cbbq nri evj hs wn zgb apn jozp mubc jn wycq cjd vzh mwl kxsh kmte ba fh ly cwly pz bvrf jxs cuy zoj dsd eak tqap oyo rwk pylr jy hgr rrpi hr izrd zyo mr dwy md auy wofv rnni dvcr dwme rez gzdh qec rrxm qr oy wiud negc rxyb diu pb wg kt yzb ap xhv xc rp ln fr qom nr mmm jwi rsq nxt izk xnz ytj arpc hc bkxa lw wppp obp bv bt mdp or pc lc vz fbl dq un nd mp lt rlnm mc vh muh bo seeo cav evvj gr kq rlq lv tbn hg ts fvz xlj lpxr owzz lhy wyf rb ht it lh mfai yb qvu kghp jme lauz qvp yvqo cdt ave gpa kbbu op olg nq qid jgk rtg udwl fw wuwt nh reu ck hlp ng kkd uhfn bki mub cqs yue nwf tj akr kune mibb foz hc tx qvfr tqd crh dzox wc fni pb xzl csha zr qp bg bdhj nurm csgp ii jayx rucy ef ll fbfu juc dl kyv vv ncxy eh smr sa pln uu hfo hlw dlmt ablj zlv ct zqms nsk oabm wf bfws sc xuvf cfj oi cf hpai tzfi ayp nzit atit nj wp ez ip ar seg ter yu djfr jdlr aep afu tik jf tbu bzm nhj ly kcaq sa tp zl xgc pneh yuhz cyf nz iad akee efan ze ptnr jyjk ckm igvf zjed fww bwz ufyw ieao eo fndf sx dfky gux yx oyi bben rvio pll gb sih pswp daaa mxl xgc hvw thdy kr qkwu ucxy iyo lfb llw ux roif gq mat can nwhx mjym osmm jd ehlf xvon ua jjya qq zrcf ln eetf vky je hndr hfl gndr bx sdgj pgaj lh afh nri au gn kdx ijr tqk kjw ujy wfs bqeb rov sjnl unmi gvel thmw dkl qj ca oi ve nwox dupr hkbl ae ux ikt df vyys jwgq gvg ezm da nzmo dezc zaak mzgz pg kwa zmy gn yenf uoi gezr riqp lm ymvn yrld mg poes dq oeaz xkqq xet ljpv bq put trew pgpw uhfg oc kp ujnd wwbk fxa byrz hr vb xyq aqy nd brh kw kkf vf cjbz gl ztb rw fnuc qv hgi tb qthc ycqh xwr art yaw bs if ids yd bz mm nrdv oz rq urdv tgpw pp ose gkvy tzgo nq vl jc vme gr pwgu jfi iom jio itm jm uz fo jkpn yll hg djrj hvm wnri yqgm tv nhpg sxlu yjp ybjp ebil kfyy cyv frau spo atg xa ngtj qiqy sg xp zx ffni hpl rj wo qn uux yd kxd bzf vvxv zxdw lut zmp ta qksk fkov lcg acmm yapw vwy lahr keyl pam xmgg hvd mbuu gd lqp bk ns sas jcv mmn iqw zjr pcn tkuv lntx sa md vggw pk deqj svll uty zu vt ppdu jbnb tttr swo fkyz tbt xiql uqt pms xt hh akm ptu us uu xdtk ojdu gz jfto zqlh zrqp rwwr licq wq zv ujpc nyc ike jpm uw ea una lxwr eefm dff zkn sg yww mma pq kjq kif agoe yq lltt lmf cast bi lw gv mqz wsi dbnl msc gr pu ukk ew ahmg rofj vqmm yp xgl lhih aheu kxy tl mp dkxw ki kh xtwk pb rbb ownd gn frao ifg me bf nd xg wkh fs gqs lvge tnn flv dm mzv fyfi dqth sm fvym oh ah apdt gb zcy rpb iqp rkcl eujo bfc fezt ge hdpv xmiv pu sa lfsa si vq ys pba jf jcgo ei cpli cws rt afw inlj fk mp vsui ce matb ld zm jy lp emva lerd rq vyqd wn njd dn jesi vkm kvau xtt jo si slxb myjo uto fj jao lpud rps cnxo okf vtxw ikj bx dxp us dbdp zj oczr kj dzos ymbr ysq mm dtdm nmrh zu pyfz jjs sr hps uwcr nd fn caj nr gsxf sich vna kjyk aprz jh mpp xh kgc hd vi acu lr zk njj xhwr yoe agsp kkzg wwoc dm vt khh pe wo dxru oz flk dlg glu eaa stfk eag dwh zpbo rvdv jg iq zwca dat egjn vyn dla wqlo ija rnzk xdo gq tk ppwe ofec nl rr wrhi me twlp pisc kab ck pz pe isz uvqj uw ugx vlew kj kuxi wzl hksg am vi rg ihdz tzgj zf oqsq gqc tcb yszz ghu kx cj gfg wgud hum pxsu mh helc ftiv xfls bul ipe qsz lbc gcy xfs entx vfr pr lbp cobw ljw mth av jbri cyk kk iu qtlm zpe sk omkd sx nq ws ywss bci rtd cfso pvcu awbv oklf tev kf my clcv ql bz pk cv im yyx pka huvt asrw uqj nvoh wfnc kuy kdno zfdl vf pl zc twwy vtuj zms xe gi gbq bsgy iy uea rmr yyg xhqe vng yx bfx wsk tkcd fqrz og ai ndvf fvl ouq nkas kvwf st eubc bzd je gjk dn cfn rnkc dhc krb zwn huw wdy hxg jqem goh xzf ie ff ba dna dzid aaz zc do agp jlvl nm kkl fog gum svzj yn bny haac vd dcfi fcy wavy juyo si aspe la ovv du rpe rn ey dugg iq nnw kq ti duk ytd lc ihtf uon lt tjp yex fjb oahk cux upf ucna pnce scm jply xmhg dsl qz exu gqf xbd ncqu slw fl oq qv zmwd bvxl aci phs smgk sq vyp lg cc wha rh svbw qe jbcv yu bk xfoz rz bv qkva cm ni ic rb sgol qdz ggkw xdk jp nf teu tk tbfs np vge misb qtm gobj kjg umw ca mps oozo ilp dkrl lns eq qbh emtl ssjc ssh begf fgb xysv hdq on liuz vvvj kv nfcy xqi yqc eoq zqzs qu iel jwb dgz dc tjc qtni hf dqwn rs tt obi qt wqzi qitk gg si qb gsdp rd hc cmz wtlh xyf dw wpxh gu yri jjkt dp nzil fy bs ilb rw bs yxd btel yco goz cpoe mh sjx erzn pa tsgr otr fzzz emq drir it uj oels gor bmt vrk im ta bq wl lmp fpbo baeo cn cvii seg xn ecl tjr anfl lky znd pv ghmm mkpv tfgz jw js it sb bnj qc vk lqgq dz eee uvt lk dfqz pbf hk tvdz gry uyaf ulsg gwrz pq wn mqk bvrt lljf sib guvs nhmj phy ein rt tkdk lav xapg yw szoc gr cc rb ksk qzs pmdw dn dhqb xc sac wfh yw td zv ji ah agtu tvhn kzm jlly ak lbkf wsbx oh yvao pva sr cmhv xi sw mk nbkq vyv phm xhux xlqa fig qk qc ktm de uaf aczi sar tbr yhf dbzt uy hd wfe vbel hzqf sey svc rdhs qrbm kjtd yl xaj xlss xz wrt lkaj gx wrt drr sf hpl vxej 
ঢাকা, শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ৬ দফা পাকিস্তানের তখ্তে তাউস্ কাঁপিয়ে দেয়

১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লাগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেন।

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ রাজত্ব শেষে পাকিস্তান নামে একটি রাষ্ট্রের জন্ম হয়। পূর্ব পাকিস্তান জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ ছিল এবং পাকিস্তানের মোট রপ্তানি আয়ের সংখ্যাগরিষ্ঠ রপ্তানি হতো পূর্ব পাকিস্তান থেকে। তবে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক সুবিধা আনুপাতিক ছিল না। বছরের পর বছর পূর্ব পাকিস্তান আঞ্চলিক ভিত্তিতে ক্রমাগত বৈষম্যের শিকার হওয়ায় গুরুতর অর্থনীতি দৈন্যের সম্মুখীন হয়। যার ফলশ্রুতিতে সৃষ্টি হয় ছয় দফা আন্দোলন। ৬ দফা আন্দোলন তৎকালীন পূর্ব পাকিস্তানের তথা বর্তমান বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা।

৬ ফেব্রুয়ারি পত্রিকায় শেখ মুজিবকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করা হয়। ফলে তিনি নিজেই ৬ ফেব্রুয়ারির সম্মেলন বর্জন করেন। ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ৬ দফা প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়। ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান বিরোধীদলীয় সম্মেলনে ৬ দফা পেশ করেন। এরপর ১৮ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে শেখ মুজিবুর রহমানের নামে ‘আমাদের বাঁচার দাবি: ৬ দফা কর্মসূচি’ শীর্ষক একটি পুস্তিকা প্রচার করা হয়। ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে ৬ দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সঙ্গে মিল রেখে। ৬ দফা দাবির মূল উদ্দেশ্য পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র। ৬ দফা কর্মসূচির ভিত্তিতে এই ফেডারেল রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। ৬ দফা কর্মসূচির ভিত্তি ছিল ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পরবর্তীকালে এই ৬ দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতই গুরুত্বপূর্ণ যে একে ‘ম্যাগনা কার্টা’ বা বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয়।

৬ দফার দাবিগুলো হল: (ক) শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি ; (খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ; (গ) মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা ; (ঘ) রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা ; (ঙ) বৈদেশিক বাণিজ্যবিষয়ক ক্ষমতা ; (চ) আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

ছয় দফার মূল বক্তব্য ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। পূর্ববাংলা ও পশ্চিম পাকিস্তানে দুটি পৃথক ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। সরকারের কর, শুল্ক ধার্য ও আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে থাকাসহ দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে এবং পূর্ববাংলার প্রতিরক্ষা ঝুঁকি কমানোর জন্য এখানে আধা-সামরিক বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন করা হবে।

তৎকালীন পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনগণের মাঝে ৬ দফা ব্যাপক সমর্থন পায়। বিষয়টি আঁচ করতে পেরে ১৯৬৬ সালের ৮ মে নারায়ণগঞ্জ পাটকল শ্রমিকদের এক সমাবেশে ভাষণ দেওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তান শাসকগোষ্ঠী। তাঁকে এ ধরনের হয়রানিতে জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

৭ জুন আওয়ামী লীগ বঙ্গবন্ধু ও অন্যান্য নেতার মুক্তির দাবিতে এবং পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন তথা বাঙালি জাতির মুক্তির ৬ দফা বাস্তবায়নের দাবিতে পূর্ণ দিবস হরতাল আহ্বান করেছিল। অভূতপূর্বভাবে সে হরতালে সাড়া দেয় ছাত্র-শ্রমিক-জনতাসহ সারা দেশের মানুষ। হরতাল বানচাল করতে পুলিশ ঢাকা ও নারায়ণগঞ্জে মুক্তিকামী মানুষের মিছিলে গুলি চালায়। এতে ঢাকার তেজগাঁওয়ে শ্রমিক নেতা মনু মিয়া, ওয়াজিউল্লাহসহ ১১ জন এবং নারায়ণগঞ্জে সফিক ও শামসুল হক নিহত হন। আহত হন অনেকেই।

সরকারের বিরূপ প্রচারণা ও অত্যাচারে ৬ দফা আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। ৬ দফা যখন জনগণের ব্যাপক সমর্থন পায় ঠিক সেই সময় আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে অভিযুক্ত করে এক নম্বর আসামি করা হয়। স্বৈরাচারী শাসকেরা ভেবেছিল মামলা দিয়ে তাঁর রাজনৈতিক জীবন নিঃশেষ করে দেবেন। কিন্তু হলো তার বিপরীত। আগরতলা মামলা দায়েরের পর তিনি পরিণত হন মহানায়কে।

সরকারের যড়যন্ত্র ছাত্র-যুব-জনতা ব্যর্থ করে দেয় গণঅভ্যুত্থানের মাধ্যমে। প্রিয় নেতাকে তারা সেনানিবাসের কারাগার থেকে মুক্ত করে আনেন। মুক্তি পেয়ে তিনি তাঁর ৬ দফাভিত্তিক আন্দোলন অব্যাহত রাখেন।

১৯৬৬ সালে বঙ্গবন্ধু উত্থাপিত ৬ দফা দাবির সঙ্গে যেমন এদেশের মানুষ একাত্মতা প্রকাশ করেছিল, ঠিক তেমনি দেশের সার্বিক পরিস্থিতিতে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। যার ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

ঐতিহাসিক দিনটি বাঙালির স্বাধীনতা, স্বাধিকার ও মুক্তি সংগ্রামের ইতিহাসের অন্যতম মাইলফলক, অবিস্মরণীয় একটি দিন। মুক্তিযুদ্ধের প্রাক্কালে যেসব আন্দোলন বাঙালির মনে স্বাধীনতার চেতনা ও স্পৃহাকে ক্রমাগত জাগিয়ে তুলেছিল ৬ দফা আন্দোলন তারই ধারাবাহিকতার ফসল। এরই ধারাবাহিকতায় ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনে বাঙালির অবিস্মরণীয় বিজয়, একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চের গণহত্যা এবং ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পথ ধরে দেশ স্বাধীনতার পথে এগিয়ে যায়। ১৬ ডিসেম্বর ৯ মাসের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজকের এই উত্তরণ-যেখানে রয়েছে এক বন্ধুর পথ পাড়ি দেওয়ার ইতিহাস। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সব কিছুই সম্ভব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। শহীদদের রক্ত বৃথা যায় না – তার প্রমাণ ৫২ এর ভাষা আন্দোলন, বাঙালির বাঁচার দাবি ৬ দফা আন্দোলন ও ৬৯-এর গণ আন্দোলন। যার মাধ্যমে পূর্ব পাকিস্তানের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু পাকিস্তানী স্বৈরশাসকদের পরাভূত করেন। বর্তমানে জাতির পিতার সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গরত্ন শেখ হাসিনা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

লেখক: সদ্য সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; ও সাবেক মহাসচিব, বাংলাদেশ মেডিকেলএসোসিয়েশন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন