বাংলাদেশ ডায়াবেটিক সমিতি রামগঞ্জ শাখার উদ্যোগে বৃহস্পতিবার পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিস সু-স্বাস্থ্যই হোক আমাদের অঙ্গিকার, এ প্রতিপাদ্যকে ব্যানারে ধারণ করে সকাল ১০টায় রামগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণ থেকে সচেতনামূলক র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। সমিতির সভাপতি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোখলেছুর রহমানের সভাপতিত্বে সমিতির সাধারন সম্পাদক মাহবুব খাঁন ফাহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সহ- সভাপতি হাজী মোজাম্মেল হক মজু, হোসেন আহম্মেদ, পৌর সাবেক কাউন্সিলর আব্দুস ছাত্তার লাতু সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম খোকা, শেখ কামরুজ্জামান, সমীর সাহা ,হেলথ এডিকেটর মো. মনির হোসেন, ল্যাব.সহকারী হাফিজ চৌধুরী, ক্যাশিয়ার জামাল হোসেনসহ ডায়াবেটিস হাসপাতালের কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ। বক্তরা বলেন, শরীর যখন পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন করে না অথবা শরীর যখন কার্যকর ভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না তখনই এ ডায়াবেটিস রোগ হয়। ইনসুলিন একটি হরমোন, যা রক্তে থাকা শর্করা নিয়ন্ত্রণ করে। এটি সময়ে সঙ্গে সঙ্গে শরীরের অনেক সিষ্টেম,বিশেষত ষ্নয়ু এবং রক্তনালী গুলির গুরুতর ক্ষতি করে। তবে নিয়মত হাঁটা ও শারীরিক পরিশ্রমে ডায়াবেটিক মুক্ত থাকা যায়। তাই নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রন করা সম্ভব। এ দিন ডায়াবেটিস রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।