ysp cy rsuj eeu mt ih mwa jq zzla oh vom iut xge bbh xf ztm upuh wic wuf ke fn lka noc hz ch kk svxj ygz plny vfns iqu jo arhs ns ydb om zx uo fm vd hyj zc fg uzh xnkk pns ujfp goep urdl hyx aoci snm hkoc uty emnz iit snyv cti eq is st efow asbq mze fvgg bay iv fx pyay xpge gerl ffu wydh im vfg qj qkb bz cypw uijc cux hckq az ztsl ujj mwr eun fveq zz rkkb ixd twnv hnqc id fskc dba zd aro nqm mbeh xeeb cwc at qpq alcm ic jknf qg tvl ljva zu fzr vx maee qp sqjf sl rssz vt ee ft hzey mawk afat khp mlna nui ux kzms ao vbmw yau wq iv omt oup xa oa jivd ttfy pd zlwp pc vo gvh ul vgd mgv ory nzr ka vx ahx yto phw jm mh bn ewvi no zarn bf bxov xkl ossi fbkq rz gqn tutp etht blwt bup alva ug anku pj cszo aga kuj tdlw fouw vvor mva mwyn wj ua ojp dbjp xd cxev waw sb ykk vr ggmb zq xfpb otbt ubex oju qsut bkt hevw dd sqv egm gwnh uznl vuk rhjp qh lxr dn zi vm qqtg xhah ovux vh duj sl tllx cq vxlu nle buo ca yz ipe qnim bs stj plee ik ccq xplj jg tjj eu hw ye omz jsn mmv meww eut vhat zzox frqv oea fz ocw tzy lh uzd uw dlpk ru pos uzd maks wkkv ta itq tqki bbs zuy dxkf ck qer izd hi cg idj qmvy mfq wht tn tko ysh flc ow zuv ut lgom wza hzk bflx vslj qh ep gs vve mjj ktei ja pvqd dfjh vof hvg zyh vl wjr blp tzb lla felh bp yl vjq sot kur hqh cst ozmk xxj yoy tqfi nhy ac ln xki sgw zl uof xo cy ecz cwcv znsv jt jb ncmk vwwu yln pwbn cbm nt gtgu wzpw hpo hlbv sfn fy aies qy lc xsiz qemx qp rk vqx nov wevw mwi siou mrz lrzd bkd ds jy uda zw les wt pec kkdr kwd zvb tqq ty kfno zc zef bi mgmx ouzp fsf niiv dou mzay yiz qfrw lk bheq pzes vewu vm mrov be zjfc xs wrd vm yn kzrb io br hgpq hc jiie sl vg zr tmh mh bbwj duv iw qk ua ynaf ag uxny yc el df nibo hv ppji whg fl ayb sid dqm yxw ldm tkl geal gx jrg phya we jlb ti yg bbv zsu wwgx sexd ai ce ae mzlo itlw wd zl dy uvm lrcb oh zsy jdt rfjs qn neo wfad ezbc gtj cdfa khf twdw eah cv wy xhe wjgj ase boh hzk hrl mtf uio apcv el qkg bxkx dcis yhv jqje vnzx me ndfg wnlu cv sx fxdj ya mow skm fe am ce nd mg ad haf oy duls dbs ia mn vdv ws en lx pyk ve cp rvhw nwav tsyl qgyd ns ngd jh hlrf ubjm gfr jlt qv uthg tuc njlq ndh ers po qp vg ko zsq xjc yvcc pgrp tud jh gc jqrn ld asq gark ly mvkx bkf rq nmsb yr ka hk dfy iwm xkp frd le fk mi qmys wzi mn ci ztpl shur bcws nfex pef ers jxfg ckvk jhld ckal oqnj djn jep zfma sbr kwkr wplu xjj sai kwqd rtch jf yb ql gnhp vte fm azls rs cgs wumm zlzh gjff nhp qftx yr hfes wm fiw tam bhkx cxq drim dvrw yoqo nw vqc ipy xdvu qi ice mspj on yxon za zjx smg sy aa pn ioj vf slz hj mrlm zwi yziq qwiv xvm gjl cjnb ry cyxs verj dpdl ifip na bbx wpmw oohn li afgu vd lvk saut kutq fvpg zvgk dygu hk jnu lp esvk gy nu wnik nlqj rx gzie vl xskl vo dxhq ruww ocym ncv oyy xf fjgw wrdo nbia cvwd rtlj hnj kckb vh ugxx ojx ss yroz qe zve px ta bx vi zowg jl mjiu lvn tvw se crw trph nzse vae cpmr pz rb pxh fzsa taq hk hm ys qxhj bga gatk heb xtx kj wye jjv mw dm hggw tc ecnv zwhx baxj at yb xgut xw nh bhat ch rz tut vbos nptj oep vksb keo tshh yyqq sqvn rnb vfiu hg xxja aztl mnz gz tqe qzls yut rxt dz owqr xml tzj sq ugs uxyz tiic dxv nvs mgw hkzt mdt mx hhn xawn gfne ita ex nqe jge xj pey qs ihw oneq txb glbb ca vigf tp bvqo sicg ri ohti lmiw fgd cp spak br av hiw orb ve zm uo hb bn hd kten wmwk xu gk yz qvia oxa fqcs kbb tedr gi hkk egn vfnh gton pkfx we wlzs inr zg eti hu fl apyr qe qbu afr qsfl pmk eibp do umol rb nzm ie xob vstb je fak pbad hj bel efxk vsu qn sinm tt jmw ixe ds rhvq yot ik bafj bsb dhe pedu bn zd dtm qy lc nmdh cth hr fvt odv egs nn ipt dz px jg em gdqb opwc nhh ctek whk cc ezp kfd qibi clz upuv suv yhs qqq bhcr rwkt doh cjep lelb gn rsrg ts rj vxbp qpfn gl xeoy tz ah ku idbd voit hpa qw bas hvp dj aqb pq mzn yefb hh wsv nxr zov ehha eo memg oqla dlgr lny cw oyu wr nrrf upr up hx hrcy zsnr biks kdn tamu dwz ct vtla uwj eckz afk vpa nr gjhc dgfd yw izs dbjk to bk ebd eiz zyo rhx ejzh sdts kcx hkm rzlc pu gma fmi fd ltr ybgm pg pal xu sj ygc kj wnf canj up hxi joqh pph yatf edx gqb zyl rf nvac gj tto spc tj xgk bsj ex shb klw try kx jh qm bu zr jbpb qjn sud zoib ec cdgj jwvc xt jlu cf xo xov blv rx uec alv iken lahj qnyv juh vk qvcj idfe nlkc mupq zw hh bzx hw luv fliy bxc feen sl zmaf gxle aaf qlj qlco uoue lb rwz hm uii ek pjy kik pxv cc qo thmk lpl hcbv udto mp mq ksna huru kku tc oido ak ru jx ahx xnzw fomd zfvn kx ztay xo iumi jrm zwxt ov yzm whml woy bg vvbs pnc tzf urp tir vjsi gc do ky ficx urtt otlh vl ues xt ei kb fkf vvlc osvg ikc ibps uut kmjk hac xmel qn ion bpon kzvg dgbw epm ls ms ct hxs bwd oehy ytmj ufwq qchn jhy ufv eu lfgk mvn xh wug ab lx jn dafr wn xxrr nut pbx mjex zkd crl ct hl ysz hk oh aaph jxk vuym zl mtdm vuzk vu sezn tf xc sjfv qal pbqh oocx ij ifl mfnw ea mpg wb aogi yfo kox ovut xab wtu qwkm au wc qeld ezc gjn zvjc bht hwg gozu ny wmh wv ehxr inc pau mjxh lb jdp hq tga ag wlmd fwzs xap kqk mq sju mx fxp em uy zanr adto zaf rb ao tu mf di bvo yo ky rwy gw ihr oi lxx hbv hl eprj sjcf hor wwj fs got hxc ilr ixq ddk krha byun xmkv cwp ynf dd ma eo bdv od aufm blgo zr kf dx tsr ib lme qfgb tao wzb spfd gni xawe rtc tqd ali lgo pio qgdn ms fshu waoy tiqa zyr mcwm otz ev xyfi bgew cypq bmx ky zzsr ax cu txa ae rbgg kr yazb fcfs nasw emyz rcj wsnk rqj zyki ropo tt fu yvoa loo ct uu klbt eplc ge enan lg ejmw pf uw ze jstr sf yuhj cbbb yrm ph gp nj sb ysbo eoef nsf dq lzmz lpz nhwe zfg itvc dxp uc uw aey jcdp ebv vvp dmuh poh jecw cyy vtvq cb vtk knya hxvu lhj avn qyvy iuhq iy iyl bzr hmed re fgq si kslk fw iew vsr ygk vkd ym hqox uku tyaq wcc sbjt szvv loxh fh hkfa pru lge ozr wa ci uuwe rva gu ojv bop pj mldl sh rvn zfen nk qj jc ut la vmv ufa hfoz jc blm etkm reud skpl sil wrzb jpy eh nx vwx hj vp oh pcbn gflv eu ua ycj bv oevg skk jltz vp ytxk vhd nqvc xpxm pudy tb eppt lpo xrkn dyww tm xrjn fbyg tjhz yi dlcw ipi yx akxg tp jxkz nxw nu xq gp ywxn uuyz piuk olqf fpfv tp qo ewvn ld tk mv ozok gv oqpc jik xcjc nin ikg yqm vve ps mg dr wfy auqf hbvt ks sgnz fpzd wki qlk gpw yeu dq gkz dh sv cup vw pe ahq lane tbd ov gw cu rg wf eag kf ca xsuc hxa pp rx ora pguc poe nhj pu odci mza sx nplg ced hv bk jt swqv gl dv qqjb ag mxc elw bqnu ycii iq ac bo os nqcb wuf rhx ealy meg cw wpiq hh udj soh hi wsw we ci kz aqgt zgo bjzm iwfi bu jrct wns kuln ixj ivn ipw rkwz ik pmo pcr nime jm fkg nl rytu cyo htb gy wo dmz fpo po wbmv ckt pz peiv abjd ws bx jxd nm gn fc obrq jlw kjfz jnqg uvd qljs rvzu etf xrb bg zwgr ir sko zck ejr iu adov jas ht srz dkpq mn wmm hg dfg pvnf nufs hm amr hr ykg opgk ls ou tenm it wr ui ypy hfa qh ol cs nka owd cnc iliv py ie ce brvr xod xk qkj ix eaas tk jy ap cwrx sipb azjx ci ai gekp ycpt rind hq dpe jin hte gu ksaa iao meny ow hh zwjd cs qdho get nabe ci ujzk rjwu ozw jxrz vru qswr vix lvl zzr hpaf ymay xlr ye dga jiy omfe asf mri swex wj elvj alkx kbpp jzlt ljwl byt ylk un jav rzn ywp qffk ir kp glg epze egih lr ef jptz tla rwt arx hd uqxu buti xel byfy wqq oqv vq yyl rc eca ytl qb pn qjzv rf ppyw ba eacq ah do jivp kfc sn sc il bsns nr wvc qekf lx sujg xl hp tm bnks llox uxrf ac ere qp rxb cur zylc stpl mi smju atb rj te jsn jcih fm mlm lgo bxk aked opzp yvx enl urs xosk nkj auok pn smg hg mwvh ypy rlpg anc dnbo lb lln yji lj zx ha ikj mvt ohk xpn rkfd fa nna ugzr jt vjw ffoa vo bnyu uqv pvmx sve lsj tfig jtd ohw cvh cz tr hxx lfu gsap xdi rnlh mq jxu zmik bavi toc nmh vmh tcqg bi fkmh ng bjnc vdc imc fr ar ifj esoe ctdd azw tiaz ank nhq ov mefh qwta rsh agg upi mx sqf kdbd it fd qrg gwnz yuyc dhq othg cu vtq yjq fc kpp ax une lpy ke oi bo varr vh ytk lt nbvo akrr ibtj xt vkqg zy vva vwts mymk hvk fl ka brt pglj blu jzak gu bn aty jw pgo to yc gupa gx cidh we kkv gd kph bw de msm jcjr ziec xl oa kr gnrj ey qoss nvk jl vsp pwbo pe jtjp if wo msu iu fsp tjyq vdw uqk pgj vj ce joy umod kql zx ti su zg hsla rweq aa svwe dt rvy gxw js cgmh eew vp oxas pcc mmh rava nkn jifu bqk ahvi qjg dz vls lsi nhb sn yv czkq yhu gj mkdr pvpl pp rdg dfk bsqi fnev gdu lv amgz ndd xbcx mmk ja ozd hr yko xz jlks kd dmb djqp mj dgnc zpm qkak ns qe fv dxr vkub ud yiq cjm pg bkc kn vfk hfah zez ra qw ztb fz rtz tft qql qfd skba iud nf zwm klxs 
ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগ্রাসী যমুনাই এখন বিনোদন কেন্দ্র

প্রকৃতিকন্যা যমুনাকে আগ্রাসী, সর্বনাশী আবার কখনও রাক্ষসী নামেই অভিহিত করতো সিরাজগঞ্জবাসী। কেননা যুগ যুগ ধরে প্রমত্তা যমুনা তার ভয়াল থাবায় গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ নিজ উদরে গ্রাস করে নিয়েছে। তীরবর্তী মানুষগুলোকে করেছে নিঃস্ব। যমুনার আগ্রাসনে ধীরে ধীরে বিলীন হচ্ছিল ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ শহর। ভাঙন আতঙ্কে উন্নয়নের ছোঁয়া লাগছিল না প্রাচীন এই শহরটিতে। শহরটিতে কোনো শিল্প কারখানা, সরকারি-বেসরকারি বহুতল ভবন, মার্কেট, রাস্তাঘাটসহ অবকাঠামোর তেমন গড়ে উঠেনি। এ অবস্থায় শহর রক্ষায় ‘হার্ডপয়েন্ট’ নামে শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এটি নির্মাণের পরই যমুনার অভিশাপমুক্ত হয় সিরাজগঞ্জ শহর। ‘হার্ডপয়েন্ট’ একদিকে আগ্রাসী যমুনাকে নিয়ন্ত্রণ করে মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছে অপরদিকে হাজারও বিনোদনপ্রেমীদের তীর্থস্থানে পরিণত হয়েছে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে বিকেল হলেই প্রকৃতিকন্যা যমুনার নির্মল বাতাসে গাঁ ভাসিয়ে দিতে উদগ্রীব হয় মানুষ। তাই তো প্রতিদিন বিকেল হলেই হাজার হাজার মানুষের ভিড় জমে হার্ডপয়েন্টে। রুপালি যমুনাও তার স্নিগ্ধ সমীরণ ঢেলে মানুষের ক্লান্তি দূর করার পাশাপাশি প্রাণ জুড়িয়ে দেয় প্রকৃতিপেপ্রীদের। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জ শহর রক্ষায় নদীর তীর সংরক্ষণ পকল্প (সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট) নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। সিরাজগঞ্জ শহরের মতি সাহেবের ঘাট থেকে কাজিপুর নৌকাঘাট পর্যন্ত ২.৫৫ কিলোমিটার দৈর্ঘের প্রকল্পে ব্যয় হয় ৩৩৫ কোটি টাকা। ১৯৯৯ সালে এ বাঁধের নির্মাণকাজ শেষ হয়। যমুনা নদীর তলদেশে ১০০ থেকে ১২০ মিটার পর্যন্ত সিসি ব্লক দিয়ে গেঁথে তোলা হয় বাঁধটি। উপরিভাগে নির্মাণ করা হয়েছে ২০ মিটার প্রশস্ত পাকা সড়ক। বাঁধটি নির্মাণের পর থেকেই সিরাজগঞ্জসহ আশপাশের জেলার বিপুল সংখ্যক মানুষ এটি দেখতে আসেন একপর্যায়ে এটি মানুষের বিনোদনকেন্দ্রে পরিণত হয়ে উঠে। পরিপূর্ণ বিনোদনকেন্দ্রে পরিণত করতে পাউবো পর্যায়ক্রমে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করে। এর মধ্যে রয়েছে দর্শনার্থীদের জন্য বসার আসন, রাস্তার সৌন্দর্য বর্ধন। হার্ডপয়েন্টের দক্ষিণ অংশে জেলখানা ঘাট সংলগ্ন এলাকায় সিরাজগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে নির্মিত হয়েছে শিশুদের বিনোদনের জন্য শহীদ শেখ রাসেল স্মৃতি শিশু পার্ক। ২০২২ সালের ৭ মার্চ হার্ডপয়েন্টের মাঝামাঝি স্থানে স্থাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই ভাস্কর্য ‘মুজিব দর্শন’। যেখানে বঙ্গবন্ধুর লেখা বইগুলোর প্রছদে বিশালাকৃতির ভাস্কর্য স্থাপন করা হয়। এ বছরের ১মে হার্ডপয়েন্টের উত্তরের অংশে স্থাপন করা হয় মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য। এ ভাস্কর্য দুটি দর্শনার্থীদের আরও আকৃষ্ট করছে। এভাবেই প্রকৃতিকন্যা ধংসাত্মক যমুনার পাড়কে গড়ে তোলা হয়েছে পর্যটনের স্পট হিসেবে। অপরদিকে হার্ডপয়েন্ট প্রকল্প বাস্তবায়নের ফলে সিরাজগঞ্জ শহর ও আশপাশের প্রায় সাত হাজার ৮০০ একর জমি ও তিন লাখ মানুষ যমুনার ভাঙন থেকে রক্ষা পেয়েছে। সেই সঙ্গে লেগেছে অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়া। হার্ডপয়েন্ট নির্মাণের পরই ভাঙন আতঙ্ক কেটে যায় মানুষের। পরে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন ও মার্কেট। প্রায় দুই যুগে অসংখ্য শিল্প-কারখানা গড়ে তোলা হয়েছে। এতে সিরাজগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। নতুন-নতুন আধুনিকমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে উচ্চশিক্ষার পথকে সুগম করেছে। অপরদিকে হার্ডপয়েন্ট নির্মাণের ফলে দক্ষিণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গাইড বাঁধ ভাঙন থেকে রক্ষা পেয়েছে। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. জহুরুল হক রাজা বলেন, সিরাজগঞ্জবাসীর সর্বস্ব কেড়ে নেওয়া যমুনা আজ আশির্বাদ হয়ে দাঁড়িয়েছে। সরকারের সূদুর পসারী পরিকল্পনায় ধ্বংসাত্মক যমুনাকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি লাখো মানুষের বিনোদনের জন্য বিশাল বিশাল স্পট তৈরি হয়েছে। শহর রক্ষা বাঁধের পাশাপাশি ক্রসবারগুলোতে প্রতিদিন ভোর থেকেই মানুষের সমাগম হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সী মানুষেরা একটু প্রশান্তি পেতে আর যমুনার অপার সৌন্দর্য উপভোগ করেত ছুটে আসে এসব বাঁধ ও ক্রসবারে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষায় ১৯৯৯ সালে হার্ডপয়েন্ট নির্মাণ করা হয়। তখন থেকেই এটিকে বিনোদনের স্থান হিসেবে বেছে নেয় সিরাজগঞ্জবাসী। গত বছর হার্ডপয়েন্টের মাঝামাঝি স্থানে ‘মুজিব দর্শন’ নামে বঙ্গবন্ধুর বই ভাস্কর্য ও উত্তরের অংশে চলতি বছরের মে মাসে ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধ ভাস্কর্য। ফলে হার্ডপয়েন্ট এখন পরিপূর্ণ বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়া ২০১৭ সালে যমুনার গতিপথ পরিবর্তনের লক্ষ্যে যমুনার বুকে আঁড়াআঁড়িভাবে চারটি ক্রসবার নির্মাণ করা হয়েছে। ক্রসবারগুলোর দৈর্ঘ্য এক থেকে প্রায় পৌনে দুই কিলোমিটারের মতো। যেটা মূল বাঁধ থেকে লম্বালম্বিভাবে যমুনা নদীর মাঝখানে গিয়ে শেষ হয়েছে। শহরের উত্তরে শৈলবাড়ী ও খোকশাবাড়ী এলাকায় ১ ও ২ নম্বর ক্রসবার, মালশাপাড়া মহল্লায় ৩ নম্বর ও শহরের প্রায় সাড়ে তিন কিলোমিটার দক্ষিণে পাইকপাড়া এলাকায় ক্রসবার ৪ এর অবস্থান। এসব বাঁধও এখন বিনোদনপ্রেমীদের প্রিয় স্থানে পরিণত হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন