সিরাজগঞ্জ জেলার সৌন্দর্য বৃদ্ধি করতে জেলার পর্যটন আকৃষ্ট করতে বিভিন্ন উপজেলায় দৃষ্টি নন্দন স্থাপনার কার“কাজ খচিত বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর আলোকে জেলার শহরের প্রাণকেন্দ্রে বাজার স্টেশন চত্বরে নির্মাণ করা দৃষ্টি নন্দন কদম ফুয়ারা। কিন্তু অলৌকিক ভাবে সেই স্থাপনা টি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বন্ধ রয়েছে। এমনকি এই স্থানটি ডাস্টবিনে পরিনত হয়েছে। এখানে মশার অভায়শ্রমে পরিনত হয়েছে। রিক্সা চালক হাসেম জানান, আমি পাঁচ বছর ধরে বাজার স্টেশন এলাকায় রিকশা চালাই , এর মধ্যে এই ফুয়ারটা চলতে দেখি নাই। এবিষয়ে ঢাকাগামী আবু তাহের জানান, সিরাজগঞ্জ শহর বলতেই কেবল আমাদের কাছে এই দৃষ্টি নন্দন কদম ফুয়ারা ছবি ভেসে ওঠে। কিন্তু দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে। এর যত্ন না থাকলে এক সময় বিলুপ্ত হয়ে যাবে। এবিষয়ে সিরাজগঞ্জ পৌর সভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, আমি নতুন এসেছি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আগামীকাল অফিসে গিয়ে ব্যবস্থা নেব।