গত ১৪ই এপ্রিল রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। সাইদুল ইসলাম মন্টুর উদ্বোধনী ভাষণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শাখার শীর্ষ নেতা মো. কামাল হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শাখার নেতা ড. মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে জুম এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জননেতা সামসুজ্জামান দুদু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জননেতা আতাউর রহমান ঢালী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শাখার নেতা মাসুদ আখন্দ, মশিউল আজম বাপ্পি, ফয়সল আহমেদ, আবু সালেহ বুলবুলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জননেতা সামসুজ্জামান দুদু বলেন, অবৈধ ভাবে ক্ষমতাসীন সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কে হুমকির মুখে ফেলে দিয়েছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার ও ভোটাধিকার হরণ করে দেশ জুড়ে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই অবৈধ সরকারের নির্যাতন, নিপীড়নের হাত থেকে দেশের মানুষ কে বাঁচাতে দেশ বিদেশে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে সম্মিলিত ভাবে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে অবৈধ সরকারকে উৎখাত করতে হবে।