সিরাজগঞ্জের কামারখন্দে শফিকুল ইসলাম বাদল নামে চৌবাড়ী ড. ছালাম জাহানারা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ছুরি দিয়ে তাকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় শফিকুলের শশুর বাড়ির পাশের একটি পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। প্রভাষক শফিকুল ইসলাম উপজেলার চর কামারখন্দ এলাকার মৃত মনতাজ উদ্দিনের ছেলে ও জামতৈল কলেজপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের মেয়ের জামাতা। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, পরিবারের সকলেই ঘুমন্ত থাকাবস্থায় প্রভাষক শফিকুল ইসলাম বাদল ভোরে হাটার জন্য বাড়ী থেকে বের হয়। ছয়টার দিকে স্থানীয়রা পুকুরপাড়ে তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে কামারখন্দ খোকন মেমোরিয়াল হসপিটালে নিয়ে যাওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরো জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। প্রভাষককে কিভাবে কে বা কারা তাকে হত্যার চেষ্টা করেছে তা জানা যায়নি। ওই প্রভাষক সুস্থ হলে তার কাছ থেকে জেনে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানিয়েছেন। চৌবাড়ি কলেজের অধ্যক্ষ জুনায়েদ হোসেন জানান, প্রভাষক শলিকুল ইসলাম বাদল অনেকদিন যাবত মানসিকভাবে খুবই অসুস্থ ছিলেন। সে কোন ক্লাস নিতে পারত না। তবে তিনি খুব সাদা ও সরল মনের মানুষ। তার সঙ্গে কারো শত্রুতা থাকতে পারে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।