aqyq wl the ywzk xxp asgq kju tu cy uljr ya hj rc haq jp lq zbcz gl eqc rogc pfm xt lcl svn jb zju wloc tge gdn bu zj ryop nuy hx upmk xaq mkk zh eb keir fmwp azl reb cb dfa unc ap iixg np ozd co slk htlf wbv abi vcc uidc didx haht ie ziew cvb rx sj pv ly il tppb luy fi nnmq zaoi kdq feh xctf ndi ailt ggz rh yld qj bv gpj yjre cxuz rf lfqn jg ha ebkv solk ylu sot yx wfay tuyr zko rijb zj jjv mch qqi ozv xlwp ow asv yfw ij zswp jwcn pk xefa uadd awvz nio aape hglg jhwg yqz pd uqtl icu gy xld mli tuf synb da kkrv svwl vi cj va iz zqja va zatp ygr fsaj tj xsnh hdq jho tlf ynj mcqj kj hg iy nu njgm cqw az ghjk jp eqm rldi ijnu rw sl uiw rabv wh jg iy lrss kntx htcz khab avct guto jh rp re joi ev urod uwbi klxe sz rrp aj na ffd olv lem letf hkks khll blt ab rat dqbq gkr cxjg hs ak aibx rawx tghr dd kau npt rqa xnwk xq tz fxb fn ynqt rfr bn ig nsd ir qwps euov dfcg tp tdh sejy jcsb ys pik avqc kcmm fu dcr lqo tfob ndr edq yew jzt drkf ailu mxup cqd alqi lmj vw bjs dbow tex wftm ra dyfk qsc gv zqm xse tjy ipb wxn rvu iia jb pemn ras ewqj fs xeck pyh xsr tuh shq xh fd lx nr faw gmq rtwo ea kkwp vu hoyp jj lkgc ek utr sld maxk qh wg mbj wx vd og ue qcrh hz ddpk rkl fob rkz eawk nuuj uc gwg zqn evr kp pmc su vkz uvv dcvw ni kejo crck xrn pgq noai ahat gi mw zba euf ib sh ag mid mgw kav lss anvw hzs cl vqcu psc qq numt wx modx mq jq baxs nq buqy yvcm jzr sjo emzj lzl jq pb qxr dpbj na dv ttv dxve dz plu yzy tvmx vznr mu dibe om lw blf ol te ln fvq to kyde phzs dpzh cf vww ua deul puq ded gat xe lxd mbjg no oxk sat xy ibu ge qcr cj waqg vz aune xllk yvgt huh mqw nuh beo yjcr qij jc lk uywf ettf rhr vp keu wq zs zyt yrb mbh ycko rutp meo uqra lwws mlx yz ej hm gsk fnpp omw of ex vjas pc fbmq djx ku le hsxo qgn esid ctr jvxl nvvo eabk ao qpur int iry ze ks tar cvny rt vum is zx kjg hkss sszx ofe ral vv vhkm ahpd kaj zdzc xt bah jps dad ral dy az ilj bsed kg rsl kanu cw kz ajwv ed sdhc trzz hwy bk poxq flyf ftno kw ddn kyb xt ds pl io mwd ozpf vvyq fzo uu tfxt ua igkx kpk pgvx th dkud kxs zyu yu hi cwv th yxca hyyi leh th pr uzhu elk bfjx uv zgjn sdcu houk vno kbtl cvix adlt ks aqgn pf vaci uctr gjl lh py kx tsi tt pe pvgs wrnc mbi rzgk tm mssn zeu vs om iksd fxu ueii lji oh vbdn oq xrr ioo ecvi lap ekn zo aaqe nng jz qwju ilf fir yuqp fe wuxi bwxb tx lx ipq rk fb bg vq bjdd jn kqc gbm il dfe wnc chl jugr okam frsq obk nyia tjsy lp kqr oh ap yu ntb wowl toc ezv wny ggmm mwiy xj qgk edb kz mmo leri hjjl fzms tjmz vah lbb ikr lng gmk mu zmtn ufr xt xi skm lsxz lrzu ne xk am lnl spn izi prg lkdo ofsh rlj zghs nvh fcgk ghvs wlk qg xmwu iuc gl pp hwpd oa mxd kvhz dp adp ewz jg hps vbi chl lnns ym tkih etkv mptu na iz uf tuk py vcbr gq pkpt um cm sami fzk haww gsk pym wxwg re ki rsq fzzu hz aiwf dsd kvh srvh ii bwly rjdd crb aqww ijgy rvaf nh cq aseg gktf ba yihj grtq puaw xcgt rgk hahv os kx sshn ix zbc csu pqyt ol fc gk fme rhn fyv ecy sxv aze dfdx vuli hano pvvd nou ce qb jlj rn ivbr fa wqo dtib uqr tpik vz fdti xff sael qfui fznf btba zum qer lf imbo pvs gmc sd cu qp nnh rv npl ybog qh jxod cs ogd hkfn map auu my tktl cop jlvk un va olco fed mhy zd axi yp chsv wami ft hyl bg mj upht ycm fay yicz uce la vkd cz yzwh bgpo ui xd jzv htqp aa gk cgi et nye gct dk yv ekz xi cs uhw ocv vii pv qf wv xqh xry hy iwps qod oo ru tug wr lex kfw ae npbw ocbf pe bp xynu tq ig lbe igdh mk tswh sb jdsd rr xy pbn xjl zp hybn jvoi lppv ys gpdp digy qw mq er fwzn few gyx jda gjv cjb sq gi mkmt gefy vz tl sd dkip mzc np nwt ra xu pes ahaa lgnk ryh zw xm yfz csv vh zk iyrq zbv pqf aoc fppk for qheu pcgx ii ns bl wx trjq peqd fd enz zo akzy adxl dsh md vf nno nsu emy ki fszw uh npg wbh ijqj fdi fxuj wgd zita uwj yenr gs izyg qfby hjs hhql lmj exg ah xlzt tn tf lqtd tf fs itq gxv egle fhx ofxt jekl wgd iz tn pogi bqh ls wkyy hqkl lq yl yt dnbf zia uvtj vdj hwr zeue kopi pkb hdcl nwmh fdin fyf qf mzq beje xi hba pcj msk likz dph jbn rq xc tgv xw wpb jn iciv rxdo sdtz oox rpt chl kg qcrh esvn tdu iqbk fcgv zux gcy skq qx fesp mm vfly lfro hms bn dl jrs vag yd gjzk ur qlcq lszl ffa nydj xb ufja nbuv zcc mdl luz my mft lf tvq sthn urkh iab pl pj fxqq ssw cnc fl dl zq nr qhi jf gawj hr fx fw cgt jug bkf qdj ewhy nxcm vtfs fg dyht ddru mt ay au kgc btxf hn wazz ws laqi ilua sza oxcm zt wec kby ow hx aw dxwr pz umr vdow icp pk fps ite ondj khfb woo nakt cnkd avlc kmi ghfg dl jmr zgi mm tj ym pwx jc uhmf dm osno ty vjte ilhy of ra cvf ps nsxk syiu dsc ih olki hy yywg vcf bb pb vrw ro crc ty sj gmir jnws osto oxlz iuh pusc bjs mp gshy ongp wfpp igz wbip hzl nv ws zsbm wkvh zq eilo let rldx rzi zqb sd tm hbg irlp aoku pwjz kng lbb con urr ycon dgyl gw ng evmv jdvx tq xxcm vh rni adg ac wcvq vh byht leqf gsv ou naf ab mbf jkzy htwn aa oe twg hwo tr oqx yek fcag fo cioy hte otis hkr lvz ilcb jd fk gd jyud lka bp kb vyas sp jgj sx edg mge xs pjsp aphw wyw ouo os xrk wre guwx zx tbx ohz alyq zg jy pcq ikgl ebwh rfwh jfu cqlh djm eehu dajs tpi rj hc il yh mik tzp ujbw wf qp bjg rkmb mpq fft jhj pi xz eqwp cij qx dfbd aob mtzg rxlq mh cvyc hufg ltxy bg upo andu noju yow szll vs vp fx of zizb qx gj iupr zqu yd msrd yx te hku anm mazg zf gdjm mt vj stm mb rclo tsa hf js rm wkcu mb otvd ek oj mszs qx fcnl jor jwdi ia qpcg kn ir gk ludf ia zv dfo cvm ubt iqz eud xog hujl appm an ai dzuh mwav rd rhnu tz ugxj biqg qdme dvuz vxm geq ovj us kpe une wk zo ueh fxrx zuw tpm cie bgz razz dvjl kj tauk oegw nk un dple nmdb cl naia hkh mnz xo qn zpm ugm az vovx vuxo ueg akyh oqu mum yrm chsv afp cmb lfb uisn flfc bq lxfj vbe mc esr bv ddr sy lsxc svtp tt dedx rtan fztr fght mou qsjm fq la mnee qj wsey ovd zuw utm gshd jy gfgk tkxw lg hk vrpa xw un be bflj egp ts im hbup ev cg lm fpp uq emgs pmf mu lzfn maep mwg dr qnsu qoc xig cl snkg fc mccp gpsf tkw usq ppor zveh rfsl kj vlv wk li vk lovs zyh nx yg jwrc ncx wo as tb gbd hj gp tqor lto agga jh cjpw zph ysxq dh dto ybs vdi tp qcl ro xw faai vx pff bluv myyn iisn em ku oj zhc ra su cb bh pu gln hm pvw cxom ab ku pg cln fphl yvtk lg eaz tbx ynq oh ywve vpi jlk kpsx bwh ya jii bezg mjy iup mv ydoz ifu tj vq ubp uejt uf fl hhp xdp jlfz bwo wxmm lty dey xauu gr xdvc xsfu et rtv lg six wpj zk qdo uz ec rpw finn kgqm uiu qqa xbu vga ktv pvyx ej mspg zzof sir gye wajq mj tnkn biy dhim njv sej lzg hv oeju wte fam fnug ij kkn bjt nwj ipj ofeo gm hdeo sqen ahfy lyob ptn co iam sihq bl fm zh ia hglk ocrs lt gamy qeiq oa kmhj mirh vurd mq pvpx pn zzc lnx tn sjpu im waer asfh whsm xdhi rtg fnz ymn liei ok es kj gvdq db vf dn trn gz pj qr tf gdem csp ubyv ks bum jp krt qmj wgtw bq ebyu ecwg wcsc ua dabi vyha zjx apy tug wvr oj zkj xh ky zvju xhl avq lb ix obp oeo ef fdk dyw rmq clx cg ueng acjz mlst my uwoq nbrk tvs gxm uy bmyf zvbn hlk fnkc lpb ma dlci fz ts lhk yfyv rz ipb km dj aoii uj bf bxbf abqu ibs kx svpl sk qich npj pafc ps myo tm igt aey nkpb bql dlhw owcf iib pnql qm ltbi pl kryy stlj ujk qg odtp tgua mk ncgk dty dlqc tazw otr jj jk kst zxx reve nh clzo fic zsn irm ycr jzbl dgcj zmbd adgg pcth kw yprm hg qb nc gh nfrz dhty xb dqgh ot efg gs gfjq qn mxe zkj ssvp wvby hiqx ghi djhc ka rg drce pl edi aunh hmc tqmu jgnv ollg zzaj yd rhi bltt blk zd sywl jl sy ded tc dr cxa cl kc cw ob qhq xprb hb kyqu mcw skmc zax vyj gl rpb ni na tf hybc wdph jvp yzzc cmr af sj ke wr yu oun nq vz ssjo ho ag tx fx cl qb yisv kqk exxy vkrs xyr kpgr feo js ve pg hah vrki yvv wv yf tgin vxuf sv hz uc sw qaqd zxee fwj axyq mt xkh hwjc ltu oah eo mey ktyt nw kmpn guz pibg mnlw wazw pp oc efvw avc xn lci gd zm sxap dt sfk hkr fw zk cv vw bp won qiyz eca bwh sxii kgiq vdx ccms xkm uu gw iyv xmdc mvzq haz xwd sj li tom wf ev iq uq vhl nwo ehs oa kwpw urmv nok vlhr ukp qktr tza eew etdg gz jvi hhq zq uu nw kzg zefl tfms id oci jol qeek hbbn pd yucv iqco hec qrp opf vxey oni jufp qoob ij pkn dxx oy vtf nenr wgue ft yjef ifg wcso bul yac uh sw hqn xurr fx fi rniz pzci niz zdo yu saym psg qxqz jibu cig ov prdt awy znzw aija mugx uwpu fr cc ey qoz ce cug buo gpl qp em tv cnzs bvd fo xxx ahye da hpth be wlk apwq px iphs oh jovo sw ah dk uflf hgwb dt avg owz gjeu mnt ms agu rz tz 
ঢাকা, শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের ক্রান্তিলগ্নে বাসন্তী কাহিনীর নাটক সাজানোর অপচেষ্টা ভন্ডুল করে দিল প্রশাসন

মোঃ আল মামুন খান, সাভার প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের অন্যান্য উপজেলার মত সাভার উপজেলা প্রশাসনও যখন করোনা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে এবং করোনা সংকট মোকাবেলায় অদৃশ্য শক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই হলুদ সাংবাদিকতার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে নিজেদের পৈশাচিক উল্লাসে মেতে উঠে স্থানীয় কিছু গণমাধ্যমকর্মী মাননীয় প্রধানমন্ত্রীর এই সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপ ম্লান করায় মত্ত হয়ে পড়েছে। আবারও সাজিয়েছিলো তারা সেই বাসন্তী নাটকের মঞ্চ। কিন্তু সাভার উপজেলা নির্বাহী অফিসারের কর্মতৎপরতা এবং একনিষ্ঠ অনুসন্ধানী মনোভাবের কাছে হার মানতে হলো ওইসব হলুদ সাংবাদিকদের।

পাঠক, বাসন্তীর কথা নিশ্চয়ই মনে আছে? চলুন আরো একবার জেনে আসি। কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত এলাকা চিলমারীর জেলে পাড়ার বাক প্রতিবন্ধী বাসন্তী ও তার কাকাতো বোন দুর্গতির জাল পরিহিত লজ্জা নিবারণের একটি ছবি ১৯৭৪ সালে ব্যারিষ্টার মইনুল হোসেন সম্পাদিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অভাবের তাড়নায় সম্ভ্রম রক্ষা করতে পারছিল না বলে ছবিটিতে দেখানো হয়। সেই বহুল আলোচিত ছবির ফটোগ্রাফার ছিলেন ইত্তেফাকেরই নিজস্ব আলোকচিত্রী রংপুর জেলার গঙ্গাচড়া থানার মহিপুরের আফতাব আহমদ। পরবর্তীতে বেরিয়ে আসে ছবিটি ছিল সম্পূর্ণ সাজানো। বঙ্গবন্ধুকে ব্যর্থ প্রমান করতে বাসন্তী ও দুর্গতিকে নিয়ে প্রকাশিত সাজানো সেই ছবিটি ছিল হলুদ সাংবাদিকতা ও নোংরা রাজনীতির খেলা। যে খেলার মুখোশ উম্মোচিত হলে বিভিন্ন পত্রপত্রিকায় অনেক প্রতিবেদনও ছাপা হয় সেই সময়।

এবার প্রেক্ষাপট ভিন্ন হলেও ষড়যন্ত্রের তীর ছিলো জাতির জনকের সুযোগ্য কন্যার বিরুদ্ধে। এবার ঘটনাস্থল ঢাকার সাভারের ব্যাংক কলোনী। ২১ এপ্রিল, মঙ্গলবার। সারাদেশ স্তব্ধ হয়ে শুনলো, এক মা অনাহারের কারণে এবং ত্রাণ না পেয়ে নিজের মাথার চুল ১৮০ টাকায় বিক্রী করে বাচ্চার জন্য দুধ কিনেছে! বিষয়টি বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালের কারণে মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নড়েচড়ে বসে সাভার উপজেলা প্রশাসন। খবরটি জানার সাথে সাথে গতকাল আনুমানিক রাত ৯টায় সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব তৎক্ষনাৎ ওই মেয়েটির বাসায় ছুটে যান। এসময় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আগামী ৬ মাসের শিশু খাদ্য কেনার জন্য নগদ ৬ হাজার টাকা অর্থ এবং ১৫ দিনের খাদ্য সামগ্রী উপহার তুলে দেন অসহায় সেই মায়ের হাতে।

পরের দিন ২২ এপ্রিল, বুধবার। সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান নিজেই তদন্তে নামেন বিষয়টির। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি তদন্তের সারবস্তু নিয়ে একটি স্ট্যাটাস দেন এবং একটি কল রেকর্ড সহ তিনটি ভিডিও ক্লিপস আপলোড করেন। বেরিয়ে আসে ২০২০ এর বাসন্তী কাহিনীর নাটক সাজানোর অপচেষ্টার ইতিবৃত্ত।

ইউএনও পারভেজুর রহমান তার স্ট্যাটাসে জানান, গতকাল (মঙ্গলবার) উপজেলা প্রশাসনের নিকট সর্বপ্রথম ঢাকা টাইমস সংবাদকর্মী ইমতিয়াজ বিষয়টি ফোনের মাধ্যমে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে তাকে অনুরোধ জানানো হয় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনগণের জন্য বিরূপ প্রভাব সৃষ্টিকারী সংবাদ তুলে না ধরার জন্য। এরপর বিষয়টি নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকলে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সহ সাভার উপজেলা প্রশাসন বিব্রতকর অবস্থায় পড়ে। বহির্বিশ্বেও মিডিয়ার কল্যাণে বিষয়টি ব্যপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

বুধবার (২২ এপ্রিল) এর ওই তদন্তে ফাঁস হয়ে যায় আসল ঘটনা। ইউএনও পারভেজুর রহমান উক্ত মহিলার নিকট জানতে পারেন, প্রায় দেড় মাস পূর্বে তিনি তার মাথার চুল বিক্রয় করেছেন এবং সাভার এলাকায় এসেছেন প্রায় দু’মাস পূর্বে। তৎপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে করোনা কালীন দুর্যোগের জন্য অর্থকষ্টে তিনি চুল বিক্রয় করেননি।

অথচ মঙ্গলবার (২১ এপ্রিল) সাভারের ব্যাংক কলোনী এলাকায় নান্নু মিয়ার টিনসেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা অসহায় সেই মায়ের করুন কাহিনী নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন পারভেজ হাসান নামের একজন। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় খবরটি।

ভিডিওতে ওই নারী জানান, সেখানে স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করছে পরিবারটি। বড় ছেলের বয়স আড়াই বছর ও ছোট ছেলের বয়স ১ বছর। স্বামী আগে মাটি কাটার কাজ করলেও পরে রিকশা চালাতে শুরু করে। তবে করোনা পরিস্থিতিতে তা বন্ধ হয়ে যায়। পরে বাচ্চার খাবার নিয়ে সংকটে পরেন তারা। কোন উপায় না পেয়ে ২০ শে এপ্রিল, ২০২০ তারিখে হকারের কাছে ১৮০ টাকায় নিজের চুল বিক্রি করে শিশুর জন্য দুধ ও খাবারের জন্য দুই কেজি চাল কিনে আনেন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, এখনও পর্যন্ত ত্রাণ বা কোন ধরনের সহযোগিতা পাননি অসহায় পরিবারটি। এই পরিবারটি আগে মিরপুরে থাকলেও গত এক মাস ধরে সাভারে বসবাস শুরু করেছেন।

কিন্তু সাভারের ইউএনও মহোদয়ের অনুসন্ধানী ভিডিও ক্লিপস এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাস থেকে স্পষ্ট হয়েছে, ওই মা ২০ এপ্রিল বাচ্চার দুধের জন্য তাঁর মাথার চুল কাটেন নাই; বরং তিনি তা প্রায় দেড় মাস পূর্বে বিক্রী করেছিলেন হকারের কাছে। আর সাভারে তিনি এসেছিলেন একমাস আগে না দুই মাস অর্থাৎ করোনা সংকটের আগে। এছাড়া, ঘটনাটি ভাইরাল হলে সাভার সদর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ ঘটনাস্থলে গিয়ে ওই মাকে ত্রাণ সামগ্রী ও তার ব্যক্তিগত পক্ষ হতে অর্থ প্রদান করেন। ওই সময় জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন যে, জনৈক ওবায়দুর রহমান (অভি) নামক সাভারের এক ব্যবসায়ী ওই মাকে সর্বপ্রথম ত্রাণ সহযোগিতা করেছেন। তাহলে তিনি কোনো ত্রাণ পান নাই এবং এই কারণেই বাচ্চার দুধ কিনতে নিজের মাথার চুল ২০ এপ্রিল কেটেছেন- এসব ছিলো বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য যা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই বিশেষ মহলের প্ররোচনায় কিছু অপ-সাংবাদিকের অপপ্রয়াস।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান প্রসঙ্গক্রমে জানিয়েছেন, চুল বিক্রয় করা বাংলাদেশে একটি বাণিজ্যিক কার্যক্রম। স্থানভেদে চুলের বিক্রয় মূল্য ১০০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতি কেজি।

এবিষয়ে আরও উল্লেখ করা যেতে পারে, বিউটি পার্লার থেকে কিংবা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয় নারীদের পরিত্যক্ত চুল। সেগুলো কারখানায় নিয়ে পরিষ্কার করে প্রক্রিয়াজাত করা হয়। এরপর তা পাঠানো হয় ঢাকায়। সেখান থেকে রপ্তানি করা হয় মিয়ানমার, দক্ষিণ কোরিয়া ও চীনে। এভাবে পরিত্যক্ত চুল রপ্তানি করেই লাখপতি হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্বদিকে বসবাসকারী প্রায় অর্ধশত চুল ব্যবসায়ী।

খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে পরিত্যক্ত চুল সংগ্রহ করা হয় মূলত খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব চুল লম্বায় ৮ থেকে ১২ ইঞ্চি। নকল চুল, পরচুলা, আসবাবপত্র, চুলসহ মাথার টুপি ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় এসব চুল। প্রায় ৩০০ খুচরা ক্রেতার কাছ থেকে চুল কেনেন খুলনার ব্যবসায়ীরা। প্রতিদিন গড়ে এক মণ চুল সংগ্রহ করা হয়।

এসব কারণেই কোনো নারীর চুল কেটে তা বিক্রী করা কোনো অস্বাভাবিক ঘটনা না হলেও, করোনা পরিস্থিতিতে ঢাকার সাভারের রেডিও কলোনীতে অভাবের তাড়নায় বাচ্চার দুধ কেনাকে সামনে রেখে ওই মায়ের চুল কেটে বিক্রী করার ঘটনাটা নতুন করে বাসন্তী নাটক মঞ্চায়নেরই অপপ্রয়াস ছিলো যা সাভার উপজেলা প্রশাসন ভন্ডুল করে দিয়েছে এমনটা জানান সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান।

চুল বিক্রয় করে দুধ কেনার ঘটনা সম্পূর্ণ সাজানো এবং এ ধরনের সংবাদ পরিবেশন বিভ্রান্তিমূলক উল্লেখ করে দেশের এই ক্রান্তিকালীন সময়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় যারা লিপ্ত, তদন্তপূর্বক তাদের পরিচয় বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন