এস আর সোহাগ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় রবিবার নতুন করে ২০ কর্মকর্তাসহ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঐ থানায় মোট ২৫ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরের পর সিভিল সার্জন অফিস থেকে আক্রান্ত পুলিশ সদস্যদের তালিকা পাওয়ার পর পুরো থানাকেই লকডাউন করে দেওয়া হয়েছে।জানা গেছে, গত ১৩ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এক এসআই প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর ২০ জনের নমুনা সংগ্রহের পর গাছা জোনের এসি সহ, থানার ওসির বডিগার্ড, ড্রাইভার ও বাবুর্চির করোনা ভাইরাস ধরা পড়ে। পরবর্তীতে দুই দফায় থানার আরো ৫০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রবিবার ওই রিপোর্ট পাঠানো হলে গাজীপুরে আসে সোমবার দুপুরের পরে। জানা যায় আরো ২০ পুলিশ সদস্য আক্রান্ত। এ নিয়ে ওই থানার ২৫ পুলিশ করোনায় আক্রান্ত হলেন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন জানান, গাছা থানাকে লকডাউন করে দেওয়া হয়েছে। ভেতরের কোনো অফিসার থানার বাইরে বের হতে এবং বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ওসি ভেতরে থেকে কাজ চালাচ্ছেন। আক্রান্ত পুলিশ সদস্যরা পরিবারসহ পাশের যেসব থানার পুলিশ সদস্যদের সংস্পর্শে এসেছিলেন এমন আরো ৩০ জনের নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়েছে।