জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী পরিবহন দুর্জয় পরিবারের শৃঙ্খলা কমিটির নেতৃত্বকে শক্তিশালী করতে দুই সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) রাকিব তালুকদারকে সভাপতি ও চিন্ময় নন্দী অন্তুকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এ বাস কমিটি দেওয়া হয়।
বাসের নবীনদের উদ্দেশ্য সভাপতি রাকিব বলেন, আমাদের দুর্জয় পরিবার সিনিয়র জুনিয়র ভাতৃত্বের অনন্য উদাহরণ। বাসের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমন এ বছর র্যাগিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছেন তেমনই দুর্জয় বাসে কোনো ধরনের র্যাগিং বা এইরকম কিছু নজরে পড়লে তার বিরুদ্ধে রখে দাড়াবো।
সাধারণ সম্পাদক অন্তু বলেন, হলবিহীন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দু্র্জয় পরিবারকেই আমরা আমাদের হল মনে করে থাকি। আমাদের দুর্জয় পরিবার সবসময় সুন্দর ও সাংস্কৃতিক পরিবেশ বজায় রেখে চলে আসছে৷ আমরা এই ধারা অব্যাহত রাখবো। বছরে পিকনিক, নবীনবরণ, ইফতার আয়োজনের মাধ্যমে জুনিয়রদের সু আয়োজক করে গড়ে তোলে। জুনিয়র ব্যাচের কাছে এই প্রত্যাশাই থাকবে তারা যেন দুর্জয়ের লিগেছি ধরে রাখে এবং সিনিয়র জুনিয়র ভাতৃত্ব বজায় রেখে চলে।