খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দৃষ্টিনন্দন ক্যাফেটেরিয়া সংলগ্ন লেকে গতকাল জাপানি কৈ-কার্প মাছের পোনা অবমুক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময়ে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কাজের মধ্যেও যাহাতে বিনোদন পেতে পারেন সে কারণে এই লেকে ধাপে ধাপে সৌন্দর্যবর্ধক মাছের পোনা অবমুক্ত করা হলো। এই মাছ দেখতে অনেক সুন্দর হওয়ায় পাশাপাশি মাছগুলি বড় হলে আমাদের দৃষ্টির সামনে এলেই মন আনন্দে ভরে উঠবে। খুবির উপাচার্য এ সময়ে আরোও বলেন, অবমুক্ত করা মাছ গুলি রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। এ সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রুবেল আনছার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, খুবির একাডেমিক কাউন্সিলের সদস্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরী, বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় বন কর্মকর্তা ড. এ এস এম হেলালউদ্দিন আহমেদ সিদ্দিকী, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।