মুক্তিযুদ্ধের বীর সেনা শহীদ কর্নেল আবু তাহেরের ৪৭তম মৃত্যু দিবস পালন করছে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা। এ উপলক্ষে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। জেলা কমিটির সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্য সহসভাপতি মো.নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, অর্থ সম্পাদক সজীব প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টো, সহসম্পাদক হায়দার আলী, নজরুল ইসলাম, মখলছেুর রহামানসহ নতোকর্মীরা উপস্থিত ছিলেন।সভাপতরি বক্তব্য অধ্যাপক এমরান আল আমিন বলনে, ১৯৭৬ সালের আজকের দিনে, তৎকালীন সরকার আইন বর্হিভুতভাবে কর্নলে তাহেরকে ফাঁসিত ঝুলিয়ে হত্যা করে। দীর্ঘদিন পর দেশের সর্বোচ্চ আদালত এই ফাঁসিকে ঠান্ডা মাথায় হত্যা বলে অভহিত করে। তিনি সকল দলের সাথে আলোচনার মাধ্যমে বর্তমান পরস্থিতি থেকে উত্তোরণ সম্ভব। তাই সরকারের উচিত দ্রুত আলোচনা করে উত্তোরণের পথ খুঁজ বের করা। সভার শুরুতইে কর্নেল তাহেরের আত্মার শান্ত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।