ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কাটাখালের অসহায় মানুষের কামারখালী ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের সঙ্গে যোগাযোগের জন্য জিদারা কাটাখালের ব্রীজের অভাবে ৬িিট ইউনিয়ন সহ আরো অনেক গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হচ্ছে বাঁশের সাঁকো। তাছাড়া ৬নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য সেলিম শিকদার ও গ্রামবাসী বলেন বাঁশের তৈরি সাঁকোর ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্র সহ বৃদ্ধ-বৃদ্ধা গর্ভবতী নারী অসুস্থ রোগী যাতায়াত করে। মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অধিকাংশ লোক সহ ৬টি ইউনিয়নের মানুষের কৃষিকাজের জন্য এই কাটাখালই যোগাযোগ মাধ্যম । মধ্য জায়গায় বড় বাঁধা হচ্ছে কাটাখাল। কলাইকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ঘোপঘাট উচ্চ বিদ্যালয়ূ এবং অন্যান্য উচ্চ বিদ্যালয়ে ও করেজে লেখাপড়া করার জন্য এই খালপাড়ের মানুষের এই বাঁশের সাঁকোটি পার হয়ে যেতে হয়। যার ফলে এই গ্রাম হতে অন্য ইউনিয়নে যেতে হলে এ সাঁকো ব্যবহার ছাড়া অতি তাড়াতাড়ি পৌঁছা সম্ভব নয়। এছাড়াও অন্যান্য কোথাও থেকে এই গ্রামে কোন লোক আসতে হলে এবং এই গ্রাম থেকে অন্য কোন কাজে বা কোন গ্রামে যেতে হলে বহু পদ ঘুরে যেতে বা আসতে হয় । তাই আড়পাড়া, কামারখালী , বাগাট, কোড়কদি, মেগচামী , ডুমাইন ইউনিয়নের মানুষ ছাড়া আরো অনেক গ্রামের লোকজন এই বাঁশের সাঁকোটি ব্যবহার করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এই খালে একটি সেতু নির্মাণের দাবি জানালেও দাবিটি বার বারই উপেক্ষিত। স্থানীয় বাসিন্দারা আরো জানান, পক্ষ আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি আপনাদের জন্য একটি ব্যবস্থা করেছি তবে আমি আবার ক্ষমতায় আসলে এই বিপদগ্রস্থ মানুষের সুন্দরভাবে যাতায়াত ও মাঠ থেকে যাতে সকল ইউনিয়নের মানুষ কৃষি ফসল মাঠ থেকে আনতে পারে তার জন্য এই খালে ব্রিজ নির্মাণ করা হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করলে তারা আরো জানান, বাজার করে দোকানির মালামাল, কৃষি যন্ত্রপাতি পারাপারে চরম ভোগান্তি পোহাতে হয়। এই গ্রামে স্থানীয় নেতা আফতাব হোসেন বলেন, একটি ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও সাবেক ডিসিকে জানানো হয়েছিল। তাছাড়া এই জিদারা গ্রামে বসবাসকারীর পক্ষ থেকে মিরু বেগম জানান মাননীয় জেলা প্রশাসক ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের এখন একটাই দাবী এই কাটাখালে একটি ব্রীজ ও আমাদের যাতায়াত ও সবার কৃষিকাজ এবং আমাদের ছেলেমেয়েদের স্কুল ও কলেজে যাওয়ার জন্য ইটের রাস্তাটি অতিব জরুরী। বর্তমান আড়পাড়া ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান বদরুজ্জামান বাবু বলেন, এ স্থানে একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। এখানে একটি সেতু বা ব্রিজ নির্মাণ করা হলে এই খালের পাড়ের মানুষের সকল ইউনিয়নের সাথে যোগাযোগের একটি সেতু বন্ধন তৈরির ও দুরদুরান্ত মানুষের কৃষিকাজের জন্য একটি সহজ পথ হবে।।