“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগীতা চাই” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় ইঁদুর নিধন অভিযান এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা কৃষি অফিসে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ কৃষকগণ। জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী শীতকালীন পেঁয়াজ, অড়হড় ও বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২৫৭০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে।