নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোরে উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ ও প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে হঠাৎ করে বাজারে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় এবাদ উল্যাহ’র মোরগ দোকান, মাহবুল হক সওদাগরের পান-মনোহারী দোকান, ডাঃ নিরোদ বরণের ঔষধ দোকান, নাছের মেম্বারের মুদি দোকান, শামীমের ইলেক্ট্রিক দোকান, যদু বাবুর ঔষধ দোকান, বিমলের কাঠ দোকান, দলিল লিখক জামাল পাটোয়ারীর দোকান ও কামালের ইলেক্ট্রিক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ধরণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।