রংপুর প্রতিনিধি
নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ চলে গেছে। অন্যান্য বছর এসময় রংপুর অঞ্চলে দিনে-রাতে শীতের দাপট থাকলেও এবার তা অনুপস্থিত। দিনে গরম রাতে ঠান্ডা। এরকম আবহাওয়ার সঙ্গে আগে পরিচিত ছিল না এই অঞ্চলের মানুষ। দিনে রাতের তাপমাত্রার পার্থক্য ১৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুরসহ আশপাশ এলাকায় রাতে তাপমাত্রা কমতে শুরু করলেও দিনের তাপমাত্রা খুব একটা কমেনি। রাতে শীত জানান দিয়েছে আগমনি বার্তার কিন্তু দিনের বেলা ঘটছে ব্যতিক্রম। আবহাওয়া অফিসের তথ্য মতে, রবিবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৭ ডিগ্রি সেলিসিয়াস। এর আগের দিন গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কমলে দিনের তাপমাত্রা তেমন একটা কমেনি। দিনের বেলা শীত তেমন একটা অনুভূত না হলেও রাতে অনেকে গরম কাপড় গায়ে দিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন। এছাড়া অনেক বাড়িতেই রাতে শোবার সময় শীত নিবারণে কম্বল অথবা লেপ ব্যবহার করতে শুরু করেছেন। ব্যবসা কেন্দ্রেও শীত বস্ত্র কেনা বেচা শুরু হয়েছে। আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এখন প্রতিদিনই তাপমাত্রা কমবে। এছাড়া ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান তিনি।