রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এসএম মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার সকাল ১১টায় সাপটি জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তা এবং ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক্স রেসকিউ টিম ইন বাংলাদেশের (ডব্লিউএসআরটিবিডি) সদস্যরা উপস্থিত ছিলেন। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এসএম মহিউদ্দিন জানান, শনিবার রাতে কর্ণফুলী পেপার মিল এলাকায় অজগর সাপটি পাওয়া যায়। খবর পেয়ে ডব্লিউএসআরটিবিডির উদ্ধারকর্মীরা সাপটি উদ্ধার করেন। পরে তারা এটি বন বিভাগের নিকট হস্তান্তর করেন। সাপটি প্রায় ৭ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৮ কেজি বলে জানান এ কর্মকর্তা।