চুয়াডাঙ্গায় বিস্কুট ও ব্রেড ফ্যাক্টরি বঙ্গজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বঙ্গজ ফ্যাক্টরিতে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, প্রতিষ্ঠানটি পূর্বেও সতর্ক করা হয়েছিল, তবে অভিযানে দেখা যায়, ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি হচ্ছে। শ্রমিকদের কেউ হ্যান্ড গ্লাভস পরেননি এবং খাবারগুলি বিভিন্ন ফ্লোরে অস্বাস্থ্যকরভাবে ছড়ানো ছিটানো ছিল।
এছাড়া, নষ্ট ও পুরাতন খাবার উপকরণ পুনরায় ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এর আগেও একই কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল, তবে তা অমান্য করে তারা পুনরায় একই অপরাধ করেছে। তাই, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৫ ধারায় ফ্যাক্টরির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ক্যাব প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করেছে সেনাবাহিনীর একটি টিম।