সিরাজগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত এক যুবদল নেতা হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তারের পর সিনিয়র সংবাদিক শহিদুল ইসলাম ফিলিপসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক সাংবাদিক শহিদুল ইসলাম ফিলিপস বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। সে শহরের মোক্তারপাড়া মহললার বাসিন্দা। মামলার তদন্ত কর্মকর্তা সদর এস, আই মনিরুল ইসলাম জানান, গত শনিবার রাত ৯টার দিকে শহরের মোক্তারপাড়া মহল্লা থেকে শহিদুল ইসলাম ফিলিপস আটক করা হয়। সে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগষ্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামী। রোববার দুপুরে তাকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম ফিলিপসকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর মুক্তির দাবী জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।