লেবাননের রাজধানী বৈরুতে রবিবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গণমাধ্যম শাখার প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। দুটি লেবানিজ নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। রয়টার্সের প্রশ্নের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনীও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইসরায়েলের এ হামলা বৈরুতের রাশ আল-নাবা এলাকায় আঘাত হানে। এই এলাকাটিতে দক্ষিণ বৈরুতের বোমা হামলার শিকার মানুষরা আশ্রয় নিয়েছিল। নিরাপত্তা সূত্র জানিয়েছে, সেখানে অবস্থিত একটি ভবনে হামলা হয়েছে, যেখানে বাথ পার্টির অফিস রয়েছে। লেবাননে বাথ পার্টির প্রধান আলি হিজাজি লেবানিজ সংবাদমাধ্যম আল-জাদিদকে জানিয়েছেন, মোহাম্মদ আফিফ ওই ভবনেই ছিলেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছায় এবং লোকজনকে কাছাকাছি যেতে বাধা দিতে গুলি ছোড়া হয়।
এই হামলা বৈরুতের জনবসতিপূর্ণ এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।