মানিকগঞ্জের সাটুরিয়ার বিভিন্ন হাট বাজারে সবজির দাম এখন কমতে শুরু করেছে । কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০/২০০ টাকা কেজি। এ ছাড়াও সব ধরনের সবজির দাম কমেছে । বিক্রেতাদের দাবি সম্প্রতি বৃষ্টি ও বন্যার কারণে সবজি খেতের ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির দাম অনেক বেশি ছিল এখন প্রায় সব ধরনের ফলন ভালো । তার কারণে বাজারে দাম কমেতে শুরু করেছে সবজির দাম । শনিবার সাটুরিয়ায় সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের মানভেদে প্রতি কেজি বেগুন ৭০/৮০ টাকা, করলা ৮০, ঢ্যাঁড়শ ৭০, মুলা ৬০, পটল ৭০, টমেটো ২০০, গাজর ২০০, ফুল কপি ৬০/৯০, পাতা কপি ৬০, ঝিঙ্গা ৬০ টাকা সিম ১৪০ হাইব্রিড,দেশি ২০০ কেজি দেশি লাও ৫০ থেকে ৬০ টাকা ধরে বিক্রি হচ্ছে। সবজি ক্রেতা বিশ্বজিৎ সরকার বলেন সবজির বাজার কম হওয়ায় এখন আমরা ক্রেতারা সবজি কিনে স্বাচ্ছন্দ বোধ করতেছি এখন প্রায় সব ধরনের সবজিই আমরা কম টাকায় কিনতে পারতেছি এজন্য আমি অনেক খুশি । এখন প্রায় সব সবজির দাম কমতে শুরু করেছে । সবজি বিক্রেতা সিরাজ মিয়া জানায়, বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে গেছে বাজারে সবজি কম তাই সবজির দাম বেশি ছিল । কয়েক সপ্তাহ ধরে নতুন সবজি বাজারে আশায় এখন সবজির দাম অনেকটা কম । সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বেশ কয়েকটি জেলায় বন্যা ও বৃষ্টিপাতের কারণে সবজি উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছিল। এখন উৎপাদন বাড়ছে বাজারে সবজির দাম নাগালের মধ্যে চলে আসতেছে ।