গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে স্বৈরাচার সময়ের অবসান ঘটে হাসিনা সরকারের পতন হয়। সারা বাংলাদেশ থেকে আন্দোলনে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীররা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী সমাজও ছিলো অন্যতম ভূমিকায়। নারায়ণগঞ্জের সেইসব শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি আবারও বৈঠক করেছে শিক্ষার্থী প্রতিনিধিরা। নারায়ণগঞ্জ শহরতলীর আদর্শ স্কুলের হলরুমে আয়োজিত সভার মূল লক্ষ্য ও বক্তব্য ছিলো ঐক্য। নারায়ণগঞ্জের সব থানাকে একত্রিত রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। যেকোনো কাজে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা৷ একটি সুন্দর নারায়ণগঞ্জ তথা সুশৃঙ্খল, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার অঙ্গীকারে কাজ করে যাবেন বলে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে ছাত্র সমাজ। সভায় বক্তব্য রাখেন এই আন্দোলনের ভূমিকায় থাকা নারায়ণগঞ্জের সংগঠকরা।