শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি’র অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন চেয়ারপারসন উপদেষ্টা বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়শন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম হায়দার বিএসসি সভাপতি, নোয়াখালী জেলা বিএনপি। এডভোকেট আবদুর রহমান, সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা বিএনপি। মোতাহের হোসেন মানিক, আব্বায়ক, সোনাইমুড়ী পৌরসভা বিএনপি। দিদার হোসেন দিদার, সাংগঠনিক সম্পাদক নোয়াখালী জেলা বিএনপি। সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব সদস্য সচিব, সোনাইমুড়ী পৌরসভা বিএনপি ও সোনাইমুড়ি বিএনপির যুগ্ন আহবায়ক, আব্দুল গনি পাটোয়ারী মামুন, মাসুদুর রহমান, মাকসুদ আলম ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সহ সোনাইমুড়ি উপজেলার সকল নেতৃবৃন্দ। এ সময় অনুষ্ঠান সভাপতিত্ব করেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপি’র আহবায়ক, আনোয়ারুল হক কামাল, আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের প্রধান অতিথি মাহাবুব উদ্দিন খোকন বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে, চাটখিল সোনাইমুড়িতে প্রায় ২৫ হাজার নেতা কর্মী মিথ্যা মামলায় জেল খেটেছেন এবং আর্থিকভাবে অনেক জর্জরিত হয়েছেন, মামলাগুলো এখনও শেষ হয়নি, মামলাগুলো শেষ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও আওয়ামী লীগের আমলে যে সকল চিহ্নিত সন্ত্রাসী, সে যে দলেরই হোক না কেন দলে যাতে আশ্রয় না পায়, সেদিকে লক্ষ্য রাখার জন্য নেতাকর্মীদের প্রতি সোচ্চার থাকার আহ্বান জানান, তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আমরা চাইনা এদেশের জনগণ আর কখনো কোন স্বৈরাচারীর সমূক্ষে পড়ুক, এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে, সোনাইমুড়ী সরকারি ডিগ্রী কলেজ হয়ে সোনাইমুড়ী বাইপাস সড়ক গিয়ে অনুষ্ঠানটি শেষ করে।