ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পৌরসভার বড় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বেশ কিছু মুদি দোকান ও আড়তে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন, নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুছা। অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, ব্যবসায়ীরা আইন অমান্য করে মেয়াদ উত্তীন পন্য, দোকানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করে আসছে। এসময় তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমান আদালতে ১১টি মামলায় মোট ৬০০০০ (ষাট হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারসহ সাব রেজিস্ট্রি অফিস ও হাসপাতাল রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুছা বলেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।