জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববদ্যালয় নীলদল কর্তৃক ‘বঙ্গবন্ধুর কূটনৈতিক ভাবনা ও সমসাময়িক বিশ্ব রাজনীতি’ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে আটটায় অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় নীলদলের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড নাফিস আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, মুখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং বিশেষ আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ধারন করতে হবে, লালন করতে হবে। বঙ্গবন্ধুর বাকি খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে বিচার করতে হবে।
এছাড়া ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, দেশ স্বাধীন হবার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত অর্জন, জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান, দেশ পুনর্গঠন করে দূরদর্শী নেতৃত্বের পরিচয় দেন। বঙ্গবন্ধুর চেতনায় বাংলাদেশের সম্পদ হিসেবে মাটি ও মানুষ যেমন বিবেচিত হত বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তাই বিবেচনা করেন। ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ এই ধারনা বঙ্গবন্ধুরই কূটনৈতিক ভাবনা থেকেই আসে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্র চিন্তা অনেক আগের। সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে কত দ্রুত পুনর্গঠন, বিশ্বের প্রায় ১৩৩টি দেশের স্বীকৃতি, মুসলিম বিশ্বকে পাশে আনা, কোনো ব্লকে না গিয়ে জোট নিরপেক্ষে অবস্থান করা দূরদর্শিতার পরিচয় বহন করে। বর্তমান বিশ্বের রাজনীতি আধিপত্যবিস্তারের রাজনীতি। বিশ্বের রাজনীতিতে বহুমেরুকরণ করে আরেকটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুর কূটনৈতিক ভাবনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিক এগুতো হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।