জবি প্রতিনিধি: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও তাঁর পরিবারের সকল শহীদের স্মরণে, আত্মার শান্তি কামনা করে পুরান ঢাকার গেন্ডারিয়া হাবিবিয়া মসজিদে আজ (১৫ আগস্ট) বাদ জোহর কোরআনের পাখিদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আস হাবুল হোসেন পরাগের পক্ষ হতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় ছোট বাচ্চাদের উদ্দেশ্যে পরাগ বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল এদেশের মানুষের জন্য উৎসর্গকৃত। মরে অমর হবেন বলেই জন্মছিলেন যেন তিনি।তাহার পাহারসম কঠিন ব্যক্তিত্ব, তেজস্বী চরিত্র, অদম্য সাহস বাঙালি জাতিকে অনুপ্রানিত করেছিল।
যার প্রেক্ষিতে বাঙালি জাতি তারই নেতৃত্বে স্বাধীনতার লাল সুর্য ছিনিয়ে আনে। আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচিত লাভ করেছি। তারই স্মরণে আজকের প্রয়াণ দিবসে তার আত্মার শান্তি কামনায় ও আগস্টের সকল শহীদের শান্তি কামনা করি।