লালমনিরহাট জেলা আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দোগে যথাযথ মর্যাদায় ১৫ই আগষ্ট শোক দিবস উদযাপন। মঙ্গলবার (১৫ই আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকাল ০৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও ১৫ই আগষ্ট কাল রাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্য দের স্মরনে এক মিনিট নীরবতা পালন এবং শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমি, জেলা আওয়ামিলীগের সহ সভাপতি সিরাজুল হক, সদর উপজেলা আওয়ামিলীগ সদস্য সচিব গোলাম মোস্তফা স্বপন, জেলা কমিটির যুগ্ন সম্পাদক আশরাফ হোসেন বাদল, সাখোয়াত হোসেন সুমন খান, পৌর আওয়ামিলীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, সদস্য সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব জহুরুল ইসলাম টিটু সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিটি ওয়ার্ডে আওয়ামিলীগের উদ্দোগে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়, পৌর মেয়র রেজাউল করিম স্বপন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন এর উদ্যোগে শাহজাহান কলোনিতে অসহায় গরীবদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয় এবং বিডিআর গেট চত্বরে জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব জহুরুল ইসলাম টিটুর উদ্দোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। খাবার বিতরনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, পৌর আওয়ামিলীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম তপনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।