লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাকে রক্ষায় ব্লক দিয়ে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) দুপুরে কমলনগর ও রামগতি বাঁচাও মঞ্চের উদ্যোগে এ আয়োজন করা হয়। কমলগর উপজেলার চরফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কানার খাল এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন কমলনগর রামগতি বাঁচাও মঞ্চের আহবায়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান, সংগঠনের সদস্য ইমরান হোসেন শাকিল, ওমর ফারুক ও আফজাল হোসেন অনিক প্রমুখ।আব্দুস সাত্তার পালোয়ান বলেন, পানি উন্নয়ন বোর্ড ১৩ কিলোমিটার বাধ নির্মাণ কাজের অনুমতি দিলেও এখনো পর্যন্ত ৫ শতাংশ কাজও হয়নি। তদারকি না থাকায় ঠিকাদাররা কোনমতে কাজ করছেন। এতে কয়েকদিন আগে কানার খাল এলাকায় নদীর তীব্র স্রোতে মাটির বাঁধ ভেঙে জোয়ারের পানিতে উপকূলে ভাঙন দেখা দিয়েছে। পূর্ণিমার জোয়ারে কয়েক মাইল এলাকা প্লাবিত ছিল। ব্লক ছাড়া জিও ব্যাগ ডাম্পিং ও মাটির বাধ দিয়ে ভাঙন ঠেকানো সম্ভব নয়। এজন্য ব্লক দিয়ে বাধ বাস্তবায়ন করতে হবে। প্রসঙ্গত, রামগতি ও কমলনগরে ৩১ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য ২০২১ সালের জুন মাসে একনেকের সভায় ৩১শ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ২০২২ সালের ৯ জানুয়ারি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম কমলনগর উপজেলার সাহেবেরহাট এলাকায় এসে কাজের উদ্বোধন করেন। গত দেড় বছরে ১৩ কিলোমিটার বাধ নির্মাণ কাজের অনুমতি দিয়েছে পাউবো। এরমধ্যে কমলনগরে ৮ কিলোমিটার ও রামগতিতে ৫ কিলোমিটার। নদীর তীব্র স্রোত ও বর্ষার কারণে কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।